×
  • প্রকাশিত : ২০২৫-০২-০৫
  • ১৬ বার পঠিত
মামুন  ময়মনসিংহ 
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক-বালিকা (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় বালক সিটি কর্পোরেশন ট্রাইবেকারে ৫-৪ গোলে গৌরিপুর দলকে হারিয়ে জয়ী হয়েছে এবং বালিকা ঈশ্বরগঞ্জ ট্রাইবেকারে ৩-১ গোলে নান্দাইল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে চ্যাম্পিয়ন দুই দলের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মুফিদুল আলম, বিশেষ অতিথি পুলিশ সুপার আখতার উল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান। এসময় উপস্থিত ছিলেন-ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরশাদুল আহমেদ, ক্রীড়া অফিসার আল আমিন, মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক ও ক্রীড়া সংগঠন একেএম মাহাবুবুল আলম, মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক রতন আকন্দ, কৃষকদলের আহবায়ক ও মোহামেডান ক্রিকেট স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক আকন্দ লিটন, দাপুনিয়া জিকেজিএস কলেজের অধ্যক্ষ মাহমুদুল হাসান আরিফ, এন্টিক ফার্মাসিটিক্যাল লিমিটেড (আয়ুর্বেদিক) চীফ এক্সিকিউটিভ অফিসার সানিয়াত হোসেন সৌরভ, ছাত্র সমন্বয়ক, বিভিন্ন উপজেলার খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন। এরআগে গত (১ ও ২ ফেব্রুয়ারি) শুরু হওয়া ম্যাচে ১৪টি টিমের মধ্যে অনুষ্ঠিত খেলায় (বালক/বালিকা-অনূর্ধ্ব ১৭ )-১০ টি দল জয়ী হয়ে ৩ ফেব্রুয়ারি সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলে। এছাড়াও ৩ ফেব্রুয়ারি হালুয়াঘাট ও নান্দাইল বালক-বালিকা দল সরাসরি বাই পেয়ে ১ম কোয়ার্টার ফাইনাল খেলে। ৪ ফেব্রুয়ারি ১ম ও ২য় সেমিফাইনালে ৮টি দলের মধ্যে অনুষ্ঠিত খেলায় বালক সিটি কর্পোরেশন ও গৌরিপুর উপজেলা এবং বালিকা ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলা দল খেলায় জয়ী হয়ে ফাইনালে ওঠে। উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে খেলায় সিটি কর্পোরেশনসহ ১৩টি উপজেলার বালক-বালিকা (অনূর্ধ্ব-১৭) দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় বালক দলের সর্বোচ্চ গোলদাতা গৌরীপুর উপজেলার স্বাধীন। ফাইনাল ম্যাচ সেরা সিটি কর্পোরেশনের সাব্বির হাসান। টুর্নামেন্ট সেরা খেলোয়ার সিটি কর্পোরেশনের রাফি। বালিকা দলের সর্বোচ্চ গোলদাতা ঈশ্বরগঞ্জ উপজেলার পূজা রানী। ফাইনাল ম্যাচ সেরা ঈশ্বরগঞ্জ উপজেলার শরিফা। টুর্নামেন্ট সেরা খেলোয়ার ভালুকা উপজেলার তুলনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat