×
  • প্রকাশিত : ২০২৫-০২-০৫
  • ৬ বার পঠিত
সুজন রায়, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: 
হবিগঞ্জের মাধবপুরে মুঠোফোন ছিনিয়ে নেওয়ার সময় ছিনতাই চক্রের দুই সদস্যদেরকে আটক করেছে জনতা। এসময় তাদের কাছ একটি দাঁড়ালো চাকু, সানলাইট নামক একটি লাইটার, একটি কাটা চামচ উদ্ধার করা হয়। বুধবার (৫ ফেব্রুয়ারী) সকাল পৌনে ৯টার দিকে মাধবপুর উপজেলার শাহজীবাজার গ্যাসফিল্ড এলাকায় রেলপথে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। মুঠোফোনের মাধ্যমে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে মাধবপুর থানায় নিয়ে আসছেন। গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার উভয়ই চাপরতলা গ্রামের নাছির মিয়ার ছেলে জীবন মিয়া (২৪), এবং ওয়াহিদ মিয়ার ছেলে নুর আলম (২৫)। ভুক্তভোগী স্থানীয় চারু সিরামিক কোম্পানির শ্রমিক হাফিজুর রহমান বলেন, ছিনতাইকারী দুই যুবক রেললাইন দিয়ে হেঁটে এসে তখন আমি রেললাইনে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছিলাম। আসা মাত্র আমার মুঠোফোনটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। আমি যখন চিৎকার করি আশেপাশের লোকজন গিয়ে ছিনতাইকারীকে আটক করে। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat