×
  • প্রকাশিত : ২০২৫-০২-০৫
  • ৪ বার পঠিত
ফেনী জেলা প্রতিনিধি :
আমির হোসেন তানভীর 

র‍্যাবের ক্রসফায়ারে নিহত সোনাগাজীর চরছান্দিয়া ইউনিয়ন যুবদল নেতা মাসুদকে ঘর উপহার দিয়েছে 'আমরা বিএনপি পরিবার'।  

৫ ফেব্রুয়ারি, বুধবার বিকালে  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান'র পক্ষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। উপহারের ঘরের চাবি মাসুদের স্ত্রী আয়েশা আক্তার এর হাতে তুলে দেন বিএনপির নেতৃবৃন্দ। 
এছাড়া সংস্থার পক্ষ থেকে বৃহত্তর নোয়াখালীর শহীদ পরিবারগুলোকে সহায়তা প্রদান করা হয়েছে।

ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের মাঝে চেক বিতরনের জন্য বুধবার বিকালে সোনাগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে সমাবেশের আয়োজন করে 'আমরা বিএনপির পরিবার'।

সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

আমরা বিএনপি পরিবার' এর আহবায়ক আতিকুর রহমান'র সভাপতিত্বে ও ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাড. মেজবাহ উদ্দিন ভুঞার সঞ্চলনায় বক্তব্য দেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বরকত উল্যাহ ভুলু, চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবদিন ভিপি, সাবেক বিরোধীদলীয় চীফ হুইফ জয়নাল আবদীন , প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নির্বাহী সদস্য আবদুল লতিফ জনি, বেলাল আহমেদ, রেহানা আক্তার রানু, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামিম, সদস্য সচিব মোকছেদুল মোমিন, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার,  সদস্য সচিব আলাল উদ্দিন প্রমূখ। 

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৫ জুন উপজেলার চরছান্দিয়া ইউনিয়ন পরিষদের সামনে র‍্যাবের গুলিতে নিহত হন ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ মাসুদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat