×
  • প্রকাশিত : ২০২৫-০১-২৩
  • ১৫ বার পঠিত
এইচ,এম, মোবারক, বাগমারা 

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় ব্যাংকিং পদ্ধতিতে হোল্ডিং কর আদায় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

বুধবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি তাহেরপুর পৌরসভার ব্যাংকিং পদ্ধতিতে কর আদায় কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। 

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, ব্যাংকিং পদ্ধতিতে কর আদায় করা হলে জনগণের ভোগান্তি কমবে। গৃহ মালিকদের আস্থা ফিরবে। ব্যাংকিং পদ্ধতিতে কর চালুর আগে অনেকেই কর আদায় নিয়ে অভিযোগ করতেন। এখন আর সে সুযোগ হবে না। এখন থেকে ব্যাংকিং পদ্ধতিতেই গৃহ মালিকরা কর পরিশোধ করতে পারবেন। এতে করে তাহেরপুর পৌরসভা সহজেই কর আদায় করতে পারবে। কর পরিষদ করার জন্য কারো কাছে ঘুরতে হবে না। সময় মত কর পরিষদ করুন। নাগরিক সেবা গ্রহণ করুন। 

ব্যাংকিং পদ্ধতিতে কর আদায় উপলক্ষে তাহেরপুর পৌরসভার আয়োজনে পৌর অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।   

তাহেরপুর পৌরসভার প্রশাসক ও বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) নাহিদ হোসেন। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তাহেরপুর পৌরসভার সহকারী কর আদায়কারী রফিকুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম রুবল, তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু,
বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, তাহেরপুর জনতা ব্যাংকের ব্যবস্থাপক সেলিম আহমেদ, কর প্রদানকারী মহসিন আলী, তাহেরপুর ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুর রশিদ, তাহেরপুর পৌরসভা জামায়াতের আমির শহিদুজ্জামান মীর।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী আব্দুল জব্বার, পৌরসভার সহকারী প্রকৌশলী জাহিদুল হক, কর নির্ধারণকারি জাহিদ আকরাম প্রমুখ।  
উক্ত অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat