হাবিবুর রহমান : হবিগঞ্জ প্রতিনিধি :
জনাব এ.এন.এম সাজেদুর রহমান পুলিশ সুপার,হবিগঞ্জ মহোদয়ের সার্বিক তত্বাবধানে,অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল, হবিগঞ্জ জনাব শহিদুল হক মুন্সি মহোদয়ের দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, শয়েস্তাগঞ্জ থানা, হবিগঞ্জ জনাব দিলীপ কান্ত নাথ এর নেতৃত্বে,পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব,আল আমিন মীর এবং এসআই/মোঃ কাউছার হোসেন সহ সংঙ্গীয় ফোর্সের সহায়তায় ২২/০১/২০২৫ খ্রিঃ ২১.৪০ ঘটিকার সময় শায়েস্তাগঞ্জ থানাধীন ১১নং ব্রাহ্মণডোরা ইউপির অন্তর্গত অলিপুর সাকিনস্থ আহাদ মিয়ার মার্কেটের ২য় তলায় এসএম ট্রান্সপোর্ট এর অফিস কক্ষ হইতে আসামী মোঃ শিপন মিয়া, পিতা-মৃত মখলিচুর রহমান, সাং-আশ্রফপুর, থানা- মাধবপুর জেলা-হবিগঞ্জকে গ্রেফতার করি । গ্রেফতারকৃত আসামীর নিজ কক্ষের খাটিয়ার নিছ হইতে ৭১ পিছ ইয়াবা,০১ কেজী ৫০০ গ্রাম গাঁজা,০৯ টি অফিসার চয়েজ বিদেশী মদের বোতল এবং মাদক বিক্রয়ের নগদ ৬০,০০০ টাকা সহ সাক্ষীগনের উপস্থিতে এসআই/মোঃ কাউছার হোসেন জব্দতালিকা মূলে উক্ত মাদক জব্দ করেন। পরবর্তিতে এসআই/মোঃ কাউছার হোসেন থানায় আসিয় এজাহার দায়ের করিলে, যা শায়েস্তাগঞ্জ থানার মামলা নং-০৭ তাং-২৩/০১/২০২৫ খ্রিঃ,ধারা-২০১৮ খ্রিঃ সনের মাদক দ্রব্য নিঃ আইনের ৩৬(১) এর ১০(ক)/৩৬(১) এর ১৯(ক)/৩৬(১) এর ২৪(ক)/৪১ রুজু করা হয়। উক্ত মামলায় গ্রেফতারকৃত আসামী শিপন মিয়াকে যথাসময়ে পুলিশ স্কটের মাধ্যমে বিঞ্জ আদালতে প্রেরন করা হয়।
এ জাতীয় আরো খবর..