আবু হাসান আপন , নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি হেফজুল বাহারসহ নবগঠিত কমিটিকে শুক্রবার সন্ধ্যায় কাইতলা বাজার প্রাঙ্গণে কাইতলা(দ:)ইউনিয়ন বাসীর উদ্যোগে গণসংবর্ধনা দেয়া হয়।
বিশিষ্ট সমাজসেবক মোঃ ইকবাল আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,কাইতলা(দ:)ইউনিয়ন বিএনপির নেতা সৈয়দ রকিবুল হক ইকবাল। প্রধান মেহমান ছিলেন, নবীনগর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সঞ্জয় সাহা।
বিশেষ অতিথি ছিলেন, নবীনগর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, বিমান বাহিনীর (অব:) ওয়ারেন্ট অফিসার এম এ মজিদ, কাইতলা(দ:)ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দিন সরকার, বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি রওশন আলী, সার্জেন্ট হাসান শাহরিয়ার বাবু, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ বেলায়েত সরকার, যুবদল নেতা রমজান আলী সরকার, সমাজসেবক আজহার আলী, জসিম উদ্দিন, সহকারী অধ্যাপক সাংবাদিক একেএম হাবিবুর রহমান হেলাল, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফি, সাংবাদিক কাউসার আলম ভূঁইয়া অপু, ইকবাল হোসেন মুন্না ও খাইরুল এনাম, বিএনপি নেতা মাইনুদ্দিন সরকার, জাহিদুল ইসলাম, মেম্বার মাসুদসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রাশেদ আল মামুন। অনুষ্ঠান শুরুতে উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি হেবজুল বাহারসহ সকলকে ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন, কাতলা উত্তরপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আবু কাওসার। পরে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।
উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সঞ্জয় সাহা বলেন, হাটি হাটি পা পা করে ১২ বছরে পদার্পণ করেছে নবীনগর উপজেলা প্রেসক্লাব।দলমত নির্বিশেষে কোন ভেদাভেদ না রেখে ক্লাবটিকে সাজানো হয়েছে। উপজেলা প্রেসক্লাব কখনো কারো থেকে টাকা নিয়ে নিউজ করে না, যেখানে ঘটনা সেখানেই নবীনগর উপজেলা প্রেসক্লাব।
আমরা নির্দ্বিধায় কাজ করি কাউকে ভয় করিনা, কারণ উপজেলা প্রেসক্লাব সবসময়ই সত্য প্রকাশ করে থাকে। এমন মহতি উদ্যোগ নিয়ে সাংবাদিকদেরকে সম্মান করার বিষয়ে তিনি কাইতলা দক্ষিণ ইউনিয়নের আয়োজকদের ধন্যবাদ জানান।
এ জাতীয় আরো খবর..