সুজন চক্রবর্তী, আসাম ( ভারত)
বুধবার (২২ জানুয়ারি ) এক মর্মান্তিক ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের জলগাঁও এলাকায়। পুস্পক এক্সপ্রেস থেকে হুড়মুড়িয়ে পাশের লাইনে নেমে গিয়েছিলেন যাত্রীরা। সে সময় তাঁদের চাপা দিয়ে চলে যায় অন্য কর্ণাটক এক্সপ্রেস। মহারাষ্ট্রের জলগাঁওয়ে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১২ জন। আহত অন্তত ৫ জন। কিন্তু কেন হঠাৎ ট্রেন থেকে নেমে পাশের লাইনে দাঁড়িয়ে ছিলেন ওই যাত্রীরা, যার জন্য এই বিপত্তি। জলগাঁওয়ের জেলাশাসক আয়ূষ প্রসাদ একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ট্রেনে আগুন লেগেছে বলে গুজব ছড়িয়েছিল। সে কারণে হয় তো প্রাণ বাঁচানোর জন্য চেন টেনে ট্রেন থামিয়ে পাশের লাইনে নেমে পড়েছিলেন কয়েকজন যাত্রী। যদিও আগুন লাগার গুজব সত্যিই ছড়িয়ে ছিল কিনা, তা নিয়ে এখনও নিশ্চিত হতে পারা যায়নি বলে জানিয়েছেন তিনি। রেলের একটি সূত্র অন্য কথা বলছে। মৃতদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। আহতদের চিকিৎসার ভার ও সরকার নেবে বলে জানিয়েছেন।
এ জাতীয় আরো খবর..