×
  • প্রকাশিত : ২০২৫-০১-২৩
  • ১৭ বার পঠিত
এইচ এম মোবারক, বাগমারা

রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারী) সন্ধা ৬ ঘটিকার সময় হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুর রহমান মনির সঞ্চালনায় ও সভাপতি হুসাইন মোহাম্মদ মোবারকের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগমারার কৃতিসন্তান, শিশু সার্জারী বিশেষজ্ঞ ও বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আলমগীর হোসেন। 
উক্ত মতবিনিময় সভায় তিনি বলেন, আমি এ পর্যন্ত প্রায় ২,৬০০ রোগীর ফ্রি স্বাস্থ্য সেবা বাগমারার বিভিন্ন এলাকায় ক্যাম্পের মাধ্যমে দিয়েছি। আমি চাই বাগমারায় আরো বেশী ফ্রি স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে। সেই ধারাবাহিকতায় আমি আগামীতে আরও এক হাজার ফ্রি স্বাস্থ্যসেবা কার্ড তৈরী করার উদ্যোগ নিয়েছি। এজন্য সাংবাদিকসহ সকল মহলের সহযোগিতা প্রয়োজন। সাংবাদিকরা আমার পাশে থাকলে আমি কাজগুলো সঠিক ভাবে সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন।

এছাড়াও তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং সত্য ও ন্যায়ের পক্ষে সাহসিকতার সঙ্গে অবস্থান গ্রহণের জন্যও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় গোবিন্দপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর, হাফেজ মাওলানা মোঃ বাবুল হোসাইন বলেন, হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাব যেন জালিমের ঢাল হয়ে কাজ না করে সে ব্যাপারে তিনি সতর্কতার সাথে কাজ করার তাগিদ দেন। তিনি আরও বলেন, সকল সাংবাদিকদের কাছে আমি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধ জানাচ্ছি। আপনারা দেশ ও জাতির মঙ্গলের জন্য কাজ করুন। 

এসময় উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের উপদেষ্টা শাহীন আলম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাজমুল হোসেন, সজীব হোসেন, রাকিব হোসেন, আ: জব্বার রানা ও হাট গাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat