মোঃ জয়নাল আবেদিন জয়, রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহী জেলা পুঠিয়া থানাধীন শিবপুর হাট গ্রামীন ফিড মিলের সামনে নাটোর রাজশাহী মহা সড়কের উপরে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১৩:৩০ মিনিটের দিকে আবু হানিফ (২৫)পিতা মোঃ আবুল হোসেন মাতা মেহের বানু সাং কান্দ্রা তার স্ত্রী মোসাঃ ফাতেমা (২০) শালিকা জুথি (১৪)উভয়ের পিতা শাহেদ আলী সাং পালোপাড়া,পুঠিয়া,রাজশাহী থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা রিন পরিবহনের বাসটি মোটরসাইকেল আরোহীকে মুখোমুখি ধাক্কা দিলে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান,ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আবু হানিফ ও তার শালিকা জুথি নিহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুঠিয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়,তারা দুর্ঘটনার স্থল থেকে আবু হানিফ এর স্ত্রী মোসাঃ ফাতেমা কে গুরুতর অবস্থায় উদ্ধার করে জরুরি চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়,চিকিৎসা ধীন অবস্থায় তিনিও মৃত্যু বরণ করেন।
স্বামী স্ত্রী ও শালিকার এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ জাতীয় আরো খবর..