×
  • প্রকাশিত : ২০২৫-০১-১৪
  • ৮ বার পঠিত
মাহাবুবুল ইসলাম আবির, নিজস্ব প্রতিবেদক
বিশেষ অভিযানে প্রায় ১২ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর দারুসসালাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ দ্বীন ইসলাম (১৯) ও মোঃ নাহিদ হাসান (১৯)।

 রবিবার (১২ জানুয়ারি ২০২৫ খ্রি.) দুপুর ১:৩০ ঘটিকায় গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

 রবিবার দুপুরে ডিবি-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দারুস সালাম থানাধীন গাবতলী বাসস্ট্যান্ড এলাকার ইঞ্জিনিয়ার ওয়ার্কশপের সামনে কতিপয় মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করবে। এমন সংবাদের ভিত্তিতে দুপুর ১:৩০ ঘটিকায় ডিবির টিম উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি ‍টের পেয়ে পালানোর চেষ্টাকালে দ্বীন ইসলাম ও নাহিদ হাসানকে গ্রেফতার করে ডিবির টিম। এ সময় একজন কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে মোট ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য দুই লক্ষ ৩৮ হাজার টাকা।গ্রেফতারকৃতদের হেফাজত হতে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত দুটি মোবাইলফোনও জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজন ও পলাতক একজনের বিরুদ্ধে ডিএমপির দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 গ্রেফতারকৃতরা দেশের সীমান্তবর্তী জেলা কুমিল্লা থেকে কমদামে অবৈধ গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রয় করতো। উদ্ধারকৃত গাঁজা বিক্রয় ও হস্তান্তরের উদ্দেশে তারা নিজ হেফাজতে রেখেছিলো বলে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পলাতক একজনের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat