এ,কে,এম আসাদুজ্জামান রানা, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
অভিযোগ সূত্রে জানা যায় পঞ্চগড় ৮ নং ধাক্কামারা ইউনিয়নের মীরগড় পশ্চিমপাড়া এলাকায় অবস্থিত সৈয়ত ইসাহাক (রাঃ), চরমোনাই এর খলিফা আবু বক্কর সিদ্দিক, ( রাঃ), ঠাকুরগাঁও এর খলিফা মৃত মাওলানা মুজিবুর রহমানের মাজারটি ২০১৮ সাল থেকে প্রতিষ্ঠিত করা হয়েছিলো।
এছাড়াও মাওলানা মুজিবুর রহমান, বেঁচে থাকা কালিন এই স্থানেই আরো ৩৫ বছর পূর্বে থেকে চরমোনাই মুরিদগণদের নিয়ে তাদের উরশ শরিফ পালন করে আসছেন।
এমন তা অবস্থায় গত (১০/১/২০২৫) ইং তারিখ রোজ শুক্রবার স্থানীয় প্রায় শতাধিক কুচক্রী মহলের উগ্রপন্থী ব্যক্তি একযোগ হয়ে হাতে বল্লাম, হাতুড়ি, লোহার রড, নিয়ে এসে দীর্ঘ দিনের মাজারটি ভেঙ্গে গুড়িয়ে দেয়। আর মাজার ভাংচুরের দৃশ্য অসহায় হয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই যেনো করার ছিলনা মাজার কর্তৃপক্ষের।
জানা যায় মাজার ভাংচুরের ঘটনার খবর পেয়ে পঞ্চগড়ে সকল আইন শৃঙ্খলা বাহিনী এর লোকজন ঘটনাস্থলে এসে বিষয়টি পরিদর্শন করে বলেন আপনারা আইনের আশ্রয় নিন প্রশাসনের পক্ষ থেকে সকল সহযোগিতা থাকবে এমনটি বলেন এবং দুঃখ প্রকাশ করেন।
জানা যায় এবিষয়ে মামলা হলে একজন কে গ্ৰেফতার করেছে পুলিশ যার মামলা নং ২৯।
ভুক্তভোগীরা জানান মাজার ভাঙ্গায় তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫০ হাজার টাকা।
এ বিষয়ে সুবিচারের দাবিতে ভুক্তভোগীরা পঞ্চগড় জেলা প্রশাসক মহোদয়ের কাছে আকুল আবেদন জানিয়েছেন।
এ জাতীয় আরো খবর..