এম সাহাবউদ্দিন সাবু, জেলা প্রতিনিধি, বরগুনা
বরগুনার আমতলীর গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের বিকাশ ব্যবসায়ী কাসেম (২২) হত্যা মামলার ৩ মাস অতিবাহিত হলেও কোনো সমাধান দিতে পারেনি পুলিশ। এ ঘটনায় স্বজনদের কান্না থামছে না। বিচার না পেলে মা রাহিমা বেগম ছেলের কবরের পাশে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, নিহত কাসেম কলাগাছিয়া গ্রামের নুর উদ্দিন মোল্লার ছোট ছেলে। ২৬ সেপ্টেম্বর রাত সোয়া ৯টার সময় তিনি খুনের শিকার হন। তার লাশ পড়েছিল বাড়ির পাশের দোয়াচারা খালের পাড়ের ধানক্ষেতে। কাসেম বিকাশ ব্যবসার পাশাপাশি পটুয়াখালী সরকারি কলেজের বোটানির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। পটুয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে ২৮ সেপ্টেম্বর কাসেমের লাশ দাফন করা করা হয় নিজ বাড়িতে।
গুরুতর আহত কাসেমকে দেখা নূর মহম্মদ মোল্লা বলেন, কাসেমের ঘাড়ে পিছন থেকে কোপ দেওয়া হয়। এতে তার ঘাড়ের প্রায় সবটাই কেটে যায়। মাথায় এবং হাতে-পিঠে একাধিক কোপের চিহ্ন ছিল। যা একজন সুস্থ মানুষের পক্ষে দেখা সম্ভব না। এভাবে পাষণ্ডরা নির্দয়ভাবে খুন করেছে তাকে।
কাসেম হত্যাকাণ্ডের পর তার বাবা নুর উদ্দিন মোল্লা অজ্ঞাতদের আসামি করে ২৮ সেপ্টেম্বর আমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার ৩ মাস অতিবাহিত হলেও কোনো সমাধান দিতে পারেনি পুলিশ। তবে ঘটনার পর দু’জনকে আটক করে জেলহাজতে পাঠালেও তাদের নিকট থেকে কোনো তথ্য পায়নি পুলিশ। আটক দু’জন চলতি মাসের ১৯ তারিখ আদালত থেকে জামিনে বের হয়ে আসে।
কাসেম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার দাবিতে এলাকাবাসী সোচ্চার আছেন। গত ৩০ নভেম্বর শত শত এলাকাবাসী কলাগাছিয়া বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মানববন্ধন থেকে তারা কাসেম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের কঠিন বিচার দাবি করেন।
নিহত কাসেমের মা রাহিমা বেগম সোনালী কণ্ঠকে কাঁদতে কাঁদতে বলেন, ‘মোর পোলাডারে মাইর্যা খুনিরা ব্যামালা টাহা নিয়া গ্যাছে। পোলাডারে ক্যারা মারছে এহনো মোরা জানতে পারি নাই। অরে যারা মারছে, হেগো বাইর কইর্যা ফাঁসির দাবি জানাই। মোর পোলার খুনিদের বাইর করতে না পারলে এবং বিচার না হলে মুই আগামী ঈদেরও আগে মোর পোলার কবরের পাশে গলায় দড়ি দিয়া মইর্যা যামু।’
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, কাসেম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে। আশা করি আমরা দ্রুত এ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের খুঁজে বের করতে পারবো।
এ জাতীয় আরো খবর..