সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ
বাংলাদেশকে ধ্বংস করতে ভারতের ৫-৭ টি ড্রোনই যথেষ্ট বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বাংলাদেশ যুদ্ধ যুদ্ধ খেলায় মেতেছে। ওদের যুদ্ধ থামাতে ভারতের ট্যাংক বা বন্দুকের দরকার নেই। কলকাতার ফোর্ট উইলিয়াম (সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তর ) থেকে ৫-৭ টা ড্রোন পাঠালে সব খেলা শেষ হয়ে যাবে। রবিবার ( ১২ জানুয়ারি ) ভারতের পশ্চিমবঙ্গের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এইসব কথা বলেন। শুভেন্দু আর বলেন, ভারত অত্যন্ত দায়িত্বশীল দেশ। দুর্বল দেশকে কখনো আক্রমণ করে না। কিন্তু কি করা যাবে, পিপীলিকার ডানা গজায় মরিবারে তরে। বাংলাদেশের এই নাবালক অর্বাচীনগুলো ভারতের সামরিক শক্তি সম্পর্কে ওয়াকিবহাল নয়। ওরা জানে না, আমাদের বিএসএফ বা সেনা পাঠানোর দরকার হবে না। ওরা জানে না, ভারত এমন ড্রোনে কত উন্নত। যদি ভারতের ধৈর্যের বাঁধ ভাঙে। তাহলে গোটা পাঁচেক ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে। তিনি আরও বলেন, যুদ্ধ করতে এখন আর ম্যান পাওয়ার লাগে না। ভারত কয়েকটি ড্রোন শুধু পাঠাবে, তাহলেই ওরা গল্প হয়ে যাবে। অনিশ্চিত মূর্খ রাজাকারের বাচ্চাগুলো ভারতের শক্তি সম্বন্ধে জানে না। এখানে ফোর্ট উইলিয়াম থেকে বোতাম টিপলেই টপাটপ ড্রোন বের হবে। ওদের দফারফা শেষ হয়ে যাবে।
এ জাতীয় আরো খবর..