মো: দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার আশাশুনি উপজেলায় সদর ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির মানব পাচার প্রতিরোধ কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। সদর ইউনিয়ন পরিষদের হলরুমে সোমবার ১৩ ই জানুয়ারী সকাল ১০ টায়। বিপেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের আওতায় অগ্রগতি সংস্থার উদ্যোগে ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির মানব পাচার প্রতিরোধ কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শরিতুল্লাহ। ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা জয়দেব কুমার মল্লিক এর সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান৷ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ শাহিনুর ইসলাম শাহিন, মোঃ তারিকুল আওয়াল সেজী, তপন কুমার সরকার, আব্দুস সালাম, তারক কুমার মন্ডল, মোঃ সিরাজুল ইসলাম, মহিলা ইউপি সদস্যা ময়না খাতুন।
এনজিও প্রতিনিধি অগ্রযাত্রা প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ নুর হোসেন, তিনি মানবপাচার প্রতিরোধ, CTC সদস্যদের দায়িত্ব ও কর্তব্য এবং নিরাপদ অভিবাসন প্রক্রিয়া, সারভাইভার সেবা, সম্পর্কে বিস্তরিত আলোচনা করেন। উক্ত কর্মশালায় সহযোগিতা করেন অগ্রপথিক সাগর গমেজ, দীপা মন্ডল। উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গ্রাম পুলিশের সদস্য বৃন্দ।
এ জাতীয় আরো খবর..