আবু হাসান আপন নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে আদালতের রায় অমান্য করে কৃষি জমি ভরাট করার অভিযোগ উঠেছে শ্যামগ্রাম ইউনিয়ন নাছিরাবাদ গ্রামের শাকিল মিয়ার বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে জানাযায়, নাছিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে মিন্টু মিয়ার ৩৭ শতক জমি রয়েছে, তিনি দীর্ঘ দিন ধরে এই জমিতে ফসল চাষ করে আসছেন। পাশের উত্তরে জমির মালিক শাকিল মিয়া তার ফসলি জমি বেকো দিয়ে ভরাট করতে গেলে মিন্টু মিয়া বাঁধা প্রদান করলে ঐ সময় শাকিল মিয়ার লোকজন মিন্টু মিয়ার উপর হামলা করে।
পরে মিন্টু মিয়া গত ১৯/১২/২৪ তারিখে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে শাকিল মিয়ার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ করার পরও রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধ ড্রেজার দিয়ে ফসলি জমি ভরাট করার জন্য চেষ্টা করছেন শাকিল মিয়া৷ মোঃ তুহিন মিয়া বলেন, মিন্টু মিয়ার উত্তর পাশের শাকিল মিয়ার জমি রয়েছে।
সেই জমি ড্রেজার দিয়ে ভরাট করা হচ্ছে৷ মিন্টু মিয়া একাধীকবার বাঁধা দিলেও তিনি বাঁধা উপেক্ষা করে জমি ভরাট করছেন৷ শাকিল ফসলি জমি ড্রেজার দিয়ে ভরাট করলে মিন্টু মিয়ার জমিতে ফসল চাষ করতে সমস্যা হবে।।মোঃ মিন্টু মিয়া বলেন, আমরা কৃষি কাজে নির্ভরশীল।
আমাদের উত্তর পাশের জমির মালিক শাকিল মিয়া, তিনি ড্রেজার দিয়ে ফসলি জমি ভরাট করে ফেলতেছে। আমরা বাঁধা দিলে তিনি আমাদের উপর আক্রমন করে। বিষয় টি নায়েব ও সলিমগঞ্জ পুলিশ ফাঁড়িকে অবগত করলে তারা সরেজমিনে এসে জমি ভরাটে বাঁধা দেন। কিন্তু তারা বাঁধা দিলেও শাকিল জোর পূর্বক ভাবে ফসলি জমি ভরাট করে যাচ্ছে। পরবর্তীতে আদালতে একটি অভিযোগ করি শাকিল মিয়ার বিরুদ্ধে, আদালতে মামলা চলমান আছে।
আদালতের রায় এখনো আসে নাই, তিনি আদালত কে অমান্য করে ফসলি জমি ভরাট করে ফেলতেছেন। এছাড়াও আমাদের বাড়ির সকলে মিলে বাড়ির উত্তর পাশে একটি গেইট দিয়েছিলাম আমাদের সকলের নিরাপ্তার জন্য। যেন বাড়িতে চুরি না হয়, কয়েক বার আমাদের বাড়িতে চুরি হয়েছে৷
সেই গেইটের তালা ভেঙ্গে গেইট খুলে দিয়েছে শাকিল মিয়া। গেইট খুলে দেয়ার কারণে আমরা এখন নিরাপত্তাহীনতায় রয়েছি। আমরা চাই রাত ১১ টায় গেইট বন্ধ করা হোক এবং সকালে যেন খোলে দেয়া হয়। তাহলে বাড়িতে আর চুরির ঘটনা ঘটবে না। কিন্তু রাতে গেইটের তালা দিতে গেলে শাকিল বাঁধা প্রদান করে৷ আমি প্রশাসনের সহযোগিতায় এর সঠিক বিচার চাই৷
এ বিষয়ে অভিযুক্ত ডাঃ শাকিল মিয়ার বাড়িতে গিয়ে তাকে না পেয়ে মুঠোফোনে কল দিলে তিনি বলেন, আমার বিরুদ্ধে ডালিম প্রতিহিংসা শুরু করেছে। যে জমি টি ভরাট করা হচ্ছে এই জমি আমার নয়, এটা আমার ভাইয়ের জমি, এখানে কিন্ডার গার্ডেন করার জন্য তিনি ভরাট করেছেন৷
এ জাতীয় আরো খবর..