সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ
নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০ ফুট নিচে গড়িয়ে পড়ল যাত্রীবাহী বাস। রবিবার (১২ জানুয়ারি ) ভারতের উত্তরাখন্ডে ভয়াবহ এই দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন আরও ১৭ জন। এর মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। পুলিশ সূত্রে প্রকাশ, রবিবার (১২ জানুয়ারি ) এই দুর্ঘটনা ঘটে উত্তরাখন্ডের পাউরি গারওয়াল জেলায়। ২২ জন যাত্রী নিয়ে পাউরি থেকে ডাহালচোরির দিকে যাচ্ছিল বাসটি। পথে কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গড়িয়ে যায় বাসটি। এরপর গড়িয়ে প্রায় ১০০ ফুট নিচে গিয়ে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। কার্যত দুমড়ে মুচড়ে যাওয়া বাসটি থেকে উদ্ধার করা হয় আহত যাত্রীদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জন যাত্রী। বাকি ১৮ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন তাঁদের মধ্যে একজন মৃত্যু হয়। সব মিলিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ জনে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আহত ১৭ জনের মধ্যে ৮ জনের অবস্থা সংকটজনক হওয়ায় তাঁদের শ্রীনগরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে পাউরি জেলা হাসপাতালে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে পুলিশ। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি।
এ জাতীয় আরো খবর..