নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের, পংতিরছা বাজার হতে, সামনে গিয়ে লাউতারা কালিগঙ্গা নদী এবং চরমাস্তল মৌজায় ডাঃ আবু তাহের এর ডাঙ্গা হতে ভেকু দিয়ে রাতের আঁধারে ৩০ থেকে ৩৫টি ড্রাম ট্রাক দিয়ে, বিভিন্ন স্থানে মাটি পাচার করে কোটি কোটি টাকা লুটপাট করছেন,পিন্টু,,সিজান,চক মিরপুর ইউনিয়নের হাসান মেম্বার, জাকির হোসেন মেম্বার, আশরাফুল আলম মিন্টু মেম্বার, রহমান মেম্বার, মান্দারতার লেবু মিয়া সহ অজ্ঞাত আরো ২০ থেকে ২৫ জন মাটি ব্যবসায়ী। সরজমিনে গিয়ে সাধারণ মানুষের নিকট থেকে জানা যায়, রাতের আঁধারে মাটিব্যাবসায়ীরা রাতভর ভেকু দিয়ে ৩০ থেকে ৩৫টি ড্রাম ট্রাক দিয়ে বালু মাটি, তিন ফসলী কৃষি জমির উপর দিয়ে, গ্রামীণ রাস্তাঘাট বিনষ্ট করে সরকারের কোটি কোটি টাকা অপচয় করে ,দৌলতপুর সহ বিভিন্ন স্থানে মাটি পাচার করছেন, ফলে তিন ফসলী কৃষি জমি, গ্রামীণ রাস্তাঘাট ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এছাড়া রাস্তার দুই পাশের রোজাদার মানুষ, স্কুলের ছাত্র-ছাত্রী, শিশু বাচ্চা, সারারাত ঘুমাতে না পেরে, অসুস্থ হয়ে যাচ্ছে। শুধু তাই নয় ড্রাম ট্রাকের বালু ভর্তি মাটি সাধারণ মানুষের ঘরবাড়ি ধুলোবালি দিয়ে জনজীবন বিপর্যস্ত করে তুলছে। এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশিকুর রহমান চৌধুরী কে ফোন করলে, তিনি বলেন গত কয়েকদিন আগে সাড়ে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে লোকেশন পাঠান এসিল্যান্ড কে পাঠিয়ে মোবাইল কোর্ট করে ব্যবস্থা নিব।
এ জাতীয় আরো খবর..