মোঃ নাজিম আহমেদ (রানা), জেলা প্রতিনিধি গাইবান্ধা
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে যাতায়াতের রাস্তা কেটে টিনসেট ঘর নির্মানের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী এরশাদুলের বোন ফরিদা পারভীন(৪২)বাদি হয়ে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের বিবরনী থেকে জানা যায়, উপজেলার কঞ্চিবাড়ি গ্রামের মৃত সমসের আলীর ছেলে এরশাদুল হকের সাথে প্রতিবেশী মৃত বজলার রহমানের স্ত্রী মুক্তা বেগম ও তার পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত রবিবার ভুক্তভোগীরা বাড়িতে কেউ না থাকায় এই সুযোগ কে কাজে লাগিয়ে সেই দিন দুপুরে মুক্তাবেগম(৪৮) তার লোকজন নজরুল ইসলাম, রওশন আলী, এরশাদ মিয়া, নয়া মিয়া, জলিল মিয়া, দুলা মিয়া ও মাহফুজ মিয়াদের নিয়ে এরশাদুলের জমিতে থাকা যাতায়াতের রাস্তা কাটে এবং কাটা রাস্তার মাথায় একটি টিনসেট ঘর নির্মান করে । এছাড়াও জমিতে থাকা ইউক্যালিপটাস, আম, আতার মত বিভিন্ন প্রকার গাছ কেটে নিয়ে যায়। যার আনুমানিক মুল্য ৪০ হাজার টাকা। পরে সন্ধ্যায় বাসায় এসে এসব ঘটনা দেখতে পায় ভুক্তভোগীরা।
অপরদিকে এসব অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষ মুক্তা বেগম বলেন, প্রতিপক্ষ এরশাদুলদের যাতায়াতের কোনো রাস্তা না থাকায় তার জমির ওপর দিয়ে রাস্তা বানিয়েছিলো। তিনি আরো জানান এরশাদুলের জমিতে থাকা রাস্তা তারা কাটেনী। তারা মেপে তাদের জমিতে থাকা রাস্তা কেটেছে এবং টিনসেট ঘর তুলেছে।
এ জাতীয় আরো খবর..