×
সদ্য প্রাপ্ত:
কুমিল্লায় পত্রিকা বিলিকারীদের মাঝে মিডিয়া ফোরামের কম্বল বিতরণ অজ্ঞাত যুবকের লাশের পরিচয় সনাক্ত করতে পারছেনা পুলিশ চব্বিশ ঘণ্টার মধ্যে জামালপুর প্রেসক্লাব সভাপতি'র বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করুন মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর নির্বিচারে হামলার ঘটনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনকে প্রধান আসামি করে মামলা হয়েছে কোনো কাজে আসেনি ৩০ লাখ টাকার নৌ অ্যাম্বুলেন্স ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন গণসংহতি আন্দোলনের আলোচনা সভা নারায়ণগঞ্জে সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা কুমিল্লা চৌদ্দগ্রামে র‍্যাবের অভিযানে অস্ত্রসহ যুবক আটক পুলিশের ওসি পরিচয় দিয়ে চাঁদাবাজি করার অভিযোগে ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক আটক সিভিল সার্জন অফিসে চাকুরীর ভাইবা দিতে এসে প্রার্থীদের মধ্যে স্বস্তি
  • প্রকাশিত : ২০২৫-০১-১১
  • ৪২ বার পঠিত
নূর মোহাম্মদ আল আমিন, তজুমুদ্দীন প্রতিনিধি
ভোলার তজুমদ্দিনে অযত্ন আর অবহেলায় ৫ বছর ধরে পড়ে আছে সরকারের দেওয়া নৌ অ্যাম্বুলেন্স। দুর্গম চরবাসীর জরুরি স্বাস্থ্যসেবার জন্য সরকারের পক্ষ থেকে ৩০ লাখ টাকা ব্যয়ে নৌ অ্যাম্বুলেন্সটি দেওয়া হলেও রোগী বহন করেনি এক দিনও। এটি বছরের পর বছর খালে পড়ে আছে। রক্ষণাবেক্ষণের অভাবে ভেতরে ময়লা-আবর্জনা জমে রোগী পরিবহনে অনুপযোগী হয়ে গেছে। এটি এক দিনও না চললেও ৫০ হাজার টাকা নেওয়া হয়েছে ডিজেল খরচ।


সরেজমিন দেখা যায়, অ্যাম্বুলেন্সটি শশীগঞ্জ স্লুইসগেটের দক্ষিণ পাশে বেড়িবাঁধের ভেতরে একটি খালে বাঁধা (নদীর সঙ্গে সংযোগ নেই) খালে অকেজো অবস্থায় পড়ে আছে। সামনের ও পাশের গ্লাস এবং মেশিন ভাঙা। ভেতরে নেই রোগী শোয়ার ও স্বজনদের বসার সিট। যে কারণে রাষ্ট্রের ৩০ লাখ টাকা গচ্চা ছাড়া আর কোনো কাজে আসেনি। এক দিনের জন্য চলেনি এবং বহন করতে পারেনি একজন রোগীও। এসবের মধ্যে ২০১৯-২০ অর্থবছরে চর জহিরউদ্দিন ও চর মোজাম্মেলে চলাচল বাবদ ৫০ হাজার টাকা নেওয়া হয়েছে তেল খরচ দেখিয়ে।



তেল খরচের কোনো বিল-ভাউচার দেখাতে পারেনি কর্তৃপক্ষ। উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চরাঞ্চল চর মোজাম্মেল, চর জহিরউদ্দিন, চর নাসরিন, সিডার চর ও চর উরিলে বসবাসরত মানুষের জরুরি চিকিৎসাসেবায় সরকার এটি বরাদ্দ দিলেও এক দিনের জন্যও কাজে আসেনি চরবাসীর।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপকূলীয় দুর্গত এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কমিউনিটি বেসড হেলথ কেয়ার প্রকল্পের মাধ্যমে ২০১৯-২০ অর্থবছরে কমিউনিটি বেসড হেলথ কেয়ার প্রকল্পের মাধ্যমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি নৌ অ্যাম্বুলেন্স বরাদ্দ দেয় সরকার। বরাদ্দ অনুযায়ী ২০২০ সালের ১৬ জানুয়ারি তজুমদ্দিন হাসপাতালে এটি হস্তান্তর করা হয়। এটির বরাদ্দ মূল্য ছিল ৩০ লাখ টাকা। ভোলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ঘূর্ণিঝড় আম্ফানসহ নানা কারণে তজুমদ্দিন উপজেলার অ্যাম্বুলেন্সটি ২০২০ সালের ২২ মে বিকল দেখানো হয়। কিন্তু ২০২৩ সালের ২৩ জানুয়ারি আউটসোর্সিং থেকে মহিউদ্দিন নামে এক ব্যক্তিকে ড্রাইভার হিসেবে পাঁচ দিনের ট্রেনিং করায় হাসপাতাল কর্তৃপক্ষ। কমিউনিটি বেসড হেলথ কেয়ার প্রকল্প মাধ্যমে তাকে বেতনভাতা প্রদান করা হয়।


স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর নৌ অ্যাম্বুলেন্সটি পড়ে থেকে নষ্ট হয়েছে। চরাঞ্চলবাসীর কোনো কাজেই আসেনি এটি। চরাঞ্চলের মানুষ যে কোনো সমস্যায় শশীগঞ্জ স্লুইসগেটের ট্রলারে পারাপার হয়ে থাকে। রাতে কারও চিকিৎসা বা অন্য জরুরি প্রয়োজনে ঘাটের মাঝিদের ফোন দিলে তারাই পার করেন তাদের।

শশীগঞ্জ স্লুইসগেটের ব্যবসায়ী মো. আব্দুল্যাহ বলেন, চরাঞ্চলের মানুষের জন্য নৌ অ্যাম্বুলেন্সটি বরাদ্দ দেওয়া হলেও এটি চরবাসীর কোনো কাজেই আসেনি। এ পর্যন্ত একজন রোগীও বহন করতে পারেনি অ্যাম্বুলেন্সটি। বর্তমানে শশীগঞ্জ স্লুইসগেটের দক্ষিণপাশে বেড়িবাঁধের ভেতরে একটি খালের মধ্যে অকেজো অবস্থায় পড়ে রয়েছে রাষ্ট্রের টাকায় কেনা অ্যাম্বুলেন্সটি।


চরাঞ্চলে বসবাসরত মানুষ বলেন, সরকার আমাদের জন্য এমন একটি বাহনের ব্যবস্থা করছে, তা আমরা জানি না। আপনাদের কাছে শুনলাম।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার বলেন, আমি এখানে নতুন যোগদান করেছি। তার পরও যতদূর জানতে পেরেছি কমিউনিটি বেসড হেলথ কেয়ার প্রকল্পটি বন্ধ হওয়ার কারণে এটি চালু করা সম্ভব না-ও হতে পারে। এটি একেবারেই মেরামতের অযোগ্য বর্তমানে। তবু যোগাযোগ করে দেখতে হবে অ্যাম্বুলেন্সটির কী করা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat