মাসুদুর রহমান,কিশোররগঞ্জ
কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসে গত ৮ তারিখ থেকে সিভিল সার্জন অফিসের আওতাধীন অফিস সমুহে ৩য়/চতুর্থ ( ১০ -২০ গ্রেডে) নিয়োগ পরীক্ষার ভাইবা অনুষ্ঠিত হচ্ছে।সরেজমিনে এসে প্রার্থীদের মধ্যে একধরনের স্বস্তি লক্ষ্য করা যাচ্ছে।কারো মাঝে তেমন হতাশা নেই।সকলের মাঝে একটা ধারনা নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ হচ্ছে। যোগ্য এবং মেধাবীরাই এবার নিয়োগ পাবে বলে সকলেই ধারনা করছেন।এবার তেমন দালাল চক্রের দেখা মিলছেনা।নিয়োগ প্রক্রিয়ার এ ভাইবা ১৫ তারিখ পর্যন্ত চলবে।এর আগে বিগত ডিসেম্বরের ৩ তারিখ প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্টিত হয়।বিভিন্ন পদে প্রায় দুইশতাধিক জনবল নিয়োগ দেয়া হবে বলে জানা যায়।এরমধ্যে স্বাস্থ্য সহকারী পদেই ১৫৬ জন নিয়োগ দেয়া হবে।
এ জাতীয় আরো খবর..