×
সদ্য প্রাপ্ত:
চকরিয়ায় যুবদলের দ্বি বার্ষিকী কাউন্সিল সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত রাঙ্গাবালীতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবি চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের ১ আরোহী নিহত" মহিপুরে চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার দীর্ঘ ১৬ বছর পর দেশে আসলেন ব্রাহ্মণবাড়িয়া বিএনপি নেতা ইব্রাহিম ফরিদপুর বিসিসি ও পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত বরিশাল রেঞ্জ ডিআইজির বরগুনা পুলিশের বিশেষ কল্যাণ সভায় যোগদান ভান্ডারিয়াকে বাল্য বিবাহ মুক্ত উপজেলা ঘোষনা রাণীশংকৈলে পুষ্টি বিষয়ক সচেতনামূলক ক্যাম্পেইনিং পুষ্টি মেলার সমাপনী ও পুরস্কার বিতরন গাইবান্ধায় পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার, সৎ মা আটক
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৬
  • ৮৩ বার পঠিত
আওয়ামী লীগের কোনো প্রভু নেই। আওয়ামী লীগ দেশের মানুষের কাছে দায়বদ্ধ। দায়বদ্ধতা থেকে আওয়ামী লীগ মানুষের জন্য কাজ করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের মানুষের শক্তিই আওয়ামী লীগের শক্তি। 

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভায় আজ রোববার এসব কথা বলেন শেখ হাসিনা। সকাল সাড়ে ১০টায় শুরু হয় এই বর্ধিত সভা। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সভায় তৃণমূলের নেতাদের বিভিন্ন দিকনির্দেশনাও দেন আওয়ামী লীগ সভাপতি। পাশাপাশি তিনি তৃণমূলের নেতাদের বিভিন্ন কথাও শোনেন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশের প্রান্তিক মানুষের জন্য কাজ করেছে। এর আগের কোনো সরকার দেশের সকল মানুষের জন্য কাজ করেনি। দেশে উন্নয়ন হয়েছে, সেটা আওয়ামী লীগের সময়েই হয়েছে।

কোনো শ্রেণি-পেশার মানুষ নেই যাদের ভাগ্য পরিবর্তনে আওয়ামী লীগ কাজ করেনি। কর্মসংস্থান ব্যাংক করে দেওয়া হয়েছে। সেখান থেকে বেকারেরা বিনা জামানতে ২ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন জানিয়ে প্রধানমন্ত্রী উপস্থিত তৃণমূলের নেতাদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগের উন্নয়নগুলোগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে। 

প্রধানমন্ত্রী বলেন, মানুষ যখন সুখে থাকে, শান্তিতে থাকে তখন দুর্দিনের কথা মনে রাখে না। তাই মানুষের কাছে উন্নয়নের চিত্র তুলে ধরতে হবে। 

সকলের জন্য কাজ করব, এটাই আওয়ামী লীগের প্রতিজ্ঞা জানিয়ে সরকার প্রধান বলেন, মানুষের শক্তিই আওয়ামী লীগের শক্তি। আওয়ামী লীগের কোনো প্রভু নেই। জনগণের কাছেই আমরা দায়বদ্ধ। দায়বদ্ধতা থেকে আমরা দেশের মানুষের কাছে আমাদের উন্নয়নের হিসেব দেব। 

এ দিন সকাল ৬টার পর থেকেই তৃণমূলের নেতাদের ভিড় বাড়তে থাকে গণভবনে।

বিশেষ এ বর্ধিত সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা, মহানগর ও উপজেলা, থানা, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় সংসদ সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি কর্পোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত রয়েছেন।

এই সভা উপলক্ষ্যে ঢাকা মহানগরের যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat