মনিরুজ্জামান রাসেল
(স্টফ রিপোর্টার,শেরপুর)
শেরপুরে বায়ু দূষণ বন্ধে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে জেলা পরিবেশ অধিদপ্তর। ৭ জানুয়ারি মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আবদুল্লাহ আল-মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নকলার ৮টি ও সদর উপজেলার ৩টিসহ মোট ১১টি ইটভাটাকে ৬৫ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে অন্যান্যের মধ্যে শেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর কুতুবে আলম সিদ্দীক, পরিদর্শক সুশীল কুমার দাস, জেলা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ পরিদর্শক নাছিম উদ্দিনসহ সেনাবাহিনী ও পুলিশের টিম এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর।
এ জাতীয় আরো খবর..