মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মোবারক হোসেন
জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ঢাকা বিভাগের খেলায় লাল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শনিবার (৭ ডিসেম্বর) মানিকগঞ্জে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় সনুজ দলকে ৩৫ রানে হারিয়ে দেয় লাল দল।
লাল দল প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ২১১ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাফসান ৩৯ বলে ৭৭ রান করেন। আমির ৩০ বলে ৫০ রান করেন। সবুজ দলের ফাহিম এবং রাব্বি দুটি করে উইকেট নেন।
২১২ রানের লক্ষ্যে খেলতে নেমে সবুজ দল ১৮.৪ ওভারে ১৭৬ রানে অলআউট হয়। দলের পক্ষে আহরার ৪৬ বলে ৮৯ রান করেন। লাল দলের নয়ন ও ফয়সাল তিনটি করে এবং শাহাবাজ দুটি উইকেট নেন।
৩৯ বলে ৭৭ রান এবং একটি উইকেট লাভ করায় ম্যাচসেরা হন লাল দলের রাফসান।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবীর জিন্নাহ, বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, টুর্নামেন্টের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু, সদস্য সচিব দেবব্রত পাল, জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় দিপু রায় চৌধুরী, সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি, মোরশেদ আলী খান সুমন, মুন্নু ফেব্রিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রাশিদ সামিউল ইসলামসহ জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্যরা।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিথিরা। বাংলাদেশের ক্রিকেটকে সারাবিশ্বে পরিচিতি করার নেপথ্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে আফরোজা খান রিতা বলেন, স্থবির হয়ে পড়া ক্রীড়াঙ্গনের গতি বাড়াতে বিএনপি কাজ করছে। তরুণ ও যুবসমাজকে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন করবে বিএনপি।
খেলায় ঢাকা বিভাগের আওতাধীন মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জ এই চারটি জেলার সেরা খেলোয়াড়দের সমন্বয়ে ‘লাল দল' ও ‘সবুজ দল' নামে দুটি দল গঠন করা হয়।
আটটি বিভাগ ও দুটি সাংগঠনিক বিভাগে চ্যাম্পিয়ন দল এবং ঢাকা উত্তর ও দক্ষিণ মিলে মোট ১২টি দল দ্বিতীয় পর্যায়ের খেলায় অংশ নেবে।
এ জাতীয় আরো খবর..