×
  • প্রকাশিত : ২০২৫-০১-০৪
  • ৪০ বার পঠিত
পরিতোষ বড়ুয়া রানা, চট্টগ্রাম 
চট্টগ্রাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, "রাজনীতি ইসলাম, দেশ ও মানবতার কল্যাণের জন্য। বিগত দিনের শাসকরা নিজেদের স্বার্থে রাজনীতি করেছে। আমরা ইসলাম ও মানবতার কল্যাণে রাজনীতি করি এবং কোনো লোভে এমপি-মন্ত্রী হওয়ার রাজি হই না।"

আজ শনিবার (৪ জানুয়ারি) সকালে চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানের কনফারেন্স লাউঞ্জে "ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধ, চট্টগ্রামের আঞ্চলিক সমস্যার সমাধান এবং বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা" শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


পীর সাহেব চরমোনাই বলেন, "দেশের প্রয়োজনীয় সংস্কার শেষ না করে দ্রুত নির্বাচন আয়োজন করা হলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে, যা দেশের জনগণ মেনে নেবে না। এমন পরিস্থিতি হবে অত্যন্ত দুঃখজনক।" তিনি ইসলাম, দেশ ও মানবতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, "৫৩ বছরের শাসকরা ভারতের গোলামি করেছে। তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ। নতুন শিক্ষা কারিকুলাম তৈরি না হলে জাতির মুক্তি আসবে না।"  
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক সারজিস আলম বলেন, "ভারতের সাংস্কৃতিক আধিপত্য বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ হতে হবে।"  

জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমীর শাহজাহান চৌধুরী বলেন, "ভারতের সঙ্গে হওয়া ১৭টি চুক্তির বিষয়ে জনগণ অজ্ঞ। জাতীয় ঐক্যের মাধ্যমেই এসব চুক্তির সমাধান করতে হবে।"  
অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, "সাম্রাজ্যবাদ ও ভারতীয় আধিপত্যবাদ দূর করতে না পারলে জাতি মুক্তি পাবে না। পিআর পদ্ধতির মাধ্যমে একটি জাতীয় সরকার গঠন জরুরি।"


বক্তারা চট্টগ্রামের আঞ্চলিক সমস্যার সমাধান, বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধে জাতীয় ঐক্যের উপর জোর দেন। তারা বলেন, "দেশকে রক্ষা করতে ফ্যাসিজম ও বৈষম্যবাদীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে।"

গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলাম, হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম, খেলাফত মজলিস সভাপতি অধ্যাপক খুরশিদ আলম, নাগরিক কমিটির নেতা আশরাফ মাহদী, এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat