×
  • প্রকাশিত : ২০২৫-০১-০৭
  • ৭২ বার পঠিত
এম.এ.হাসনাত আজমিরীগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ পৌরসভাধীন এলাকার বাসিন্দা ও মিয়াধন মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করে নিয়ে গেছে মোঃ অনিক হাসান সাগর (১৫) নামে এক বখাটে কিশোর। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় একই এলাকার নগর গ্রামের সামনের রাস্তা থেকে এ অপহরণের ঘটনা ঘটে। অপহরণকারী কিশোর আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের বিরাট গ্রামের বাসিন্দা মৃত- নূর মিয়ার পুত্র। এ ঘটনায় অপহরণকারীকে প্রধান এ ছাড়া মাতা- মোছাঃ নাজমা বেগম (৪৫) ও বড়ভাই মোঃ জাহিদ হাসান, আকাশ (১৭) কে আসামি করে ওই ছাত্রীর পিতা বাদি হয়ে আজমিরীগঞ্জ থানায়  একটি অপহরণ মামলা দায়ের করেন। 

মামলার বিবরণে জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার বাসিন্দা ও মিয়াধন মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রীকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে উত্যক্ত করে আসছিল সদর ইউনিয়নের বিরাট গ্রামের বাসিন্দা মৃত- নূর মিয়ার পুত্র ও মোঃ অনিক হাসার সাগর (১৫) নামে এক বখাটে কিশোর। এক পর্যায়ে ওই ছাত্রীকে 
বিয়ের প্রলোভন দিয়ে প্রেমের প্রস্তাব দেয় সে। এ নিয়ে ছাত্রীর পরিবার বিচারপ্রার্থী হলে, বখাটে কিশোরের মাতা ও বড়ভাই ছাত্রীর অভিবাবককে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ি থেকে বের করে দেয়। এতে আরও ক্ষিপ্ত ও বেপরোয়া হয়ে উঠে বখাটে। এক পর্যায়ে সে ওই ছাত্রীকে অপহরণের হুমকি দেয়। ঘটনার দিন অর্থাৎ গত বুধবার সন্ধ্যায় ওই ছাত্রী তার ফুফুর বাড়ি থেকে নিজ বাড়িতে আসার উদ্দেশ্যে রওয়ানা দিলে অনুমান সাড়ে ৭ টায় মা ও বড় ভাইয়ের প্ররোচনায় বখাটে অনিক হাসান  সাগর রাস্তা থেকে ওই ছাত্রীকে সিএনজি'তে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় উক্ত অপহরণ মামলাটি দায়ের করা হয়েছে।

আজমিরীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, উক্ত মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং তদন্তের জন্য যথাযথ নির্দেশ প্রদান করা হয়েছে। তাছাড়া বখাটের পরিবারের সদস্যদের আটক করা হয়েছে বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat