×
সদ্য প্রাপ্ত:
বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে শেরপুরে স্মরণ সভা অনুষ্ঠিত গাজীপুরে যৌথ অভিযানে বন বিভাগের ২০ কোটি টাকার বনভূমি উদ্ধার মোস্তাফিজুর হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও সঠিক বিচারের দাবিতে মানববন্ধন করেন স্থানীয় ছাত্র-জনতা। পটিয়ায় ছুরিকাঘাতে গাড়ি চালকের ভুঁড়ি বের করলো দুই দুর্বৃত্ত ডা.আবুল হোসেন কলেজের নব গঠিত এডহক কমিটির সভাপতি খৈয়মের সাথে শিক্ষকমন্ডলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রামে আইনজীবীকে কুপিয়ে হত্যা: এলাকায় উত্তেজনা, বিজিবি মোতায়েন আলীকদম কলেজের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সরাইল এ ইট ভাটায় অভিযান চালিয়ে দুই জনকে কারাদণ্ড বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে চোখ হারাতে বসেছেন নবাব ইসকন নেতা চিন্ময় দাসের মুক্তির দাবিতে ফেনীতে সনাতনী জোটের বিক্ষোভ মিছিল
  • প্রকাশিত : ২০২৪-১১-২৬
  • ১৫ বার পঠিত
একে এম মনির চৌধুরী মোমেন, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোনার মদন উপজেলার মেহেদী হাসান মিন্টু নবাব (৩০) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে চোখ হারাতে বসেছেন। তিনি ডান চোখে দেখতে পেলেও বাম চোখে মোটেও দেখতে পাচ্ছেন না। টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না তার পরিবার। 

নবাব উপজেলার চাঁন গাও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও মইদাম  গ্রামের মো.খোকন মিয়ার ছেলে  নেত্রকোনা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। এদিকে বিনাচিকিৎসায় বাঁ চোখ স্বাভাবিক না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। 

জানা যায়, গত ১৮ জুলাই মদন   মগড়া নদীর ব্রীজের উপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেন তিনি। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় পুলিশের ছোড়া ২৪৭ টি রাবার বুলেট লাগে মেহেদী হাসান মিন্টু নবাবের শরীরে। গুলিবিদ্ধ নবাব ছোটাছুটির এক পর্যায়ে বাঁ চোখেও আত্রান্ত হন। পরে সহপাঠীদের সহায়তায় তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  ভর্তি করা হয় প্রাথমিক চিকিৎসার পর  ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘ  দিন চিকিৎসা নেন। চিকিৎসকরা জানান, উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই হাসপাতালে রেটিনা অপারেশন করতে হবে।

নবাবের বাবা মো. খোকন মিয়া জানান, তিনি কৃষি কাজ করে সংসার চালাতেন। কিছু  ফসলি জমি ছেলের চিকিৎসার জন্য বিক্রি করেছেন। ধারদেনা করে এ পর্যন্ত প্রায় লক্ষ টাকা ব্যয় করেছেন। এখনও তার চোখের অপারেশন বাকি একটি গুলি রয়েছে চোখে। এসময় ছেলের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার অনুরোধ জানান তিনি।

এ ব্যাপারে মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল বলেন  আমাদের সাথে মদন উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ যোদ্ধা আহত মেহেদী হাসান মিন্টু নবাবের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের  কাছে সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি।
এবং বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের কাছে আবেদন জানাই   আহত নবাবকে যেন যোগ্যতা অনুযায়ী অচিরেই একটি সরকারি চাকরির   ব্যবস্থা করে দেন।

মদন উপজেলা বিএনপির সভাপতি ও চানগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল আলম তালুকদার বলেন, ‘১৮ জুলাই পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের স্থানে নবাব গুলিবিদ্ধ হন। তার চোখ নষ্ট হয়ে গেছে। বর্তমানে নবাবের পরিবার খুবই কষ্টে দিন কাটাচ্ছে। নবাব ছাড়াও উপজেলায় আরো অনেক লোক আহত হয়েছেন। আমরা আহতের তালিকা তৈরি করে কেন্দ্রে পাঠিয়েছি। আহতরা যাতে সহযোগিতা পান তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ আমাদের মানবিক নেতা তারেক রহমানের নির্দেশনায় আমরা আহত নিহত সকলের খোঁজ খবর নিচ্ছি এবং ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat