হানিফ রানা, স্টাফ রিপোর্টার নোয়াখালী:
নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার ১ নং জয়াগ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আশকর চৌকিদার বাড়ির মৃত মনসুর আহমদ এর স্ত্রী বয়োবৃদ্ধ বিধবা সালেহা বেগম (৭৫)
গত ১৭/০২/২২৫ইং রোজ রবিবার রাত আনুমানিক ৯ ঘটিকার সময় নুর উদ্দিন ও হাফিজুর সোহাগী বেগমের ভাড়াঠিয়া ছাত্র দল,যুব দলের সন্ত্রাসী বাহিনী দিয়ে বসত ঘর ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেয়।
ঘরে থাকা প্রয়োজনীয় সকল আসবাব পত্র লুট করে নিয়ে যায়। এতে খ্যান্ত না হয়ে ঘরের চালের টিন, বেড়ার সকল টিন,সিমেন্টের খুঁটি সহ সকল কিছু লুট করে নিয়ে যায়। নদনা ইউনিয়নে অবস্থিত বাংলাবাজার স্ক্রাব দোকানে বিক্রি করে দেয় নুরুদ্দিন ও হাফিজুরের সন্ত্রাসী বাহিনী।
বিধবা হত দরিদ্র সালেহা বেগমের (৭৫) মাথা গোজার ঠাই না থাকায় সমাজের মান্যগণ্য ব্যক্তিদের কাছে আশ্রয়ের প্রার্থনা করলে বিষয়টি সাংবাদিকদের নজরে আসে।
পহেলা মার্চ ২০২৫ রোজ শনিবার
ঘটনার স্থলে রহস্য উদঘাটনে সাংবাদিকগণ জানতে পারি।
সালেহা বেগমের (৭৫) স্বামী মৃত মনসুর আহমদ জীবিত থাকাকালীন
বিগত ১৮/০৭/২০১২তারিখে ৪১৪৭ নং দলিল মূলে ইদ্রিস মিয়ার কন্যা বিলকিস হইতে ৮১৪ নং দাগ হাল ১৪৩৫ নং দাগে ০,০৪একর সম্পত্তি ক্রয় করে।
সালেহা বেগম (৭৫) এর স্বামী মনসুর আহমদ মৃত্যুর পরে, ইয়াকুব আলী ও সিরাজুল ইসলাম বিধবা সালেহা বেগমের ঘর ভিটার উপর কুনজর পড়ে।
সালেহা বেগমের উপর নির্মম নির্যাতন ও অত্যাচার শুরু করে ইয়াকুব মিরাজুল নুরুদ্দিন হাফিজুর বাহিনী । নিরুপায় হয়ে সালেহা বেগম ২৬-৫-২০২৪ খ্রিস্টাব্দে দেওয়ানী মোকদ্দমা নং ২৭৭/ ২০২৪ তারিখে আদালতে দাখিল করেন এই মর্মে, ইয়াকুব সিরাজুল নুরুদ্দিন হাফিজুর ও ইয়াকুব আলীর পুত্রবধূ মুরাদের স্ত্রীর সোহাগী বেগম সন্ত্রাসী বাহিনী এ সম্পত্তিতে বেআইনি জোরপূর্বক দখল করিতে না পারে।
সালেহা বেগমের আবেদনটি আদালত মঞ্জুর করে নিষেধাজ্ঞা জারি করে।
আদালতের নিষেধাজ্ঞা জারি তোয়াক্কা না করে ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে ভাঙচুর লুটতরাজ করে সালেহা বেগমকে বাড়িছাড়া করে দেন।
এতে সালেহা বেগম ৯৯৯ কল করলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে সত্যতা নিশ্চিত করে। সোনাইমুড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আলম বলেন
যথাযথ সময়ে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হইবে।
এ জাতীয় আরো খবর..