×
  • প্রকাশিত : ২০২৫-০৩-০১
  • ৩৪ বার পঠিত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :


আজ থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। কিন্তু তার আগেই ঠাকুরগাঁওয়ের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে সাধারণ ক্রেতারা বিপাকে পড়েছেন। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ সংকট ও পাইকারি বাজারে মূল্যবৃদ্ধির কারণে দাম বেড়েছে, তবে ক্রেতারা মনে করছেন, অতিরিক্ত মুনাফার আশায় কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করছেন।গতকাল (শনিবার) ১ লা মার্চ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, চাল, ডাল, চিনি, ছোলা, ভোজ্যতেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তি।চিনির দাম প্রতি কেজিতে বেড়েছে । প্রতি কেজিতে বৃদ্ধি পেয়েছে ।৫ লিটার ৯২০ টাকা । গরুর মাংস ৭৫০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৬৮০ টাকা। আলু, বেগুন সবজি সহ পেঁয়াজের দামও বৃদ্ধি পেয়েছে।

এছাড়াও অন্যান্য দ্রব্যের দামও ঊর্ধ্বমুখী হওয়ায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

বাজারে আসা একাধিক ক্রেতা জানান, প্রতি বছর রমজানের আগে এমন দাম বাড়ানোর প্রবণতা দেখা যায়। সরকারি মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম বাড়াচ্ছেন। এক ক্রেতা জানান,

"রমজান আসার আগেই বাজারের এমন অবস্থা হলে পুরো মাস কীভাবে চলবে, সেটাই ভাবছি। প্রশাসনের কঠোর নজরদারি দরকার।"

"যারা অতি মুনাফার আশায় দাম বাড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। তদারকি থাকলে এমন হবে না।"

অন্যদিকে, ব্যবসায়ীরা দাবি করছেন, আমদানি ব্যয় ও পাইকারি বাজারে মূল্যবৃদ্ধির কারণেই খুচরা বাজারে দাম বেড়েছে। এক দোকানদার বলেন,

"আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। পাইকারি বাজারেই দাম বাড়ছে, আমাদের কিছু করার নেই।"

উল্লেখ্য, ভোক্তারা চান, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালিত হোক, যাতে সবাই স্বস্তিতে রোজা পালন করতে পারেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat