×
  • প্রকাশিত : ২০২৫-০১-০৪
  • ২২ বার পঠিত
এম.এ.হাসনাত, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিগত রাত আনুমানিক ৯ টায় আজমিরীগঞ্জ বাস মহাল সংলগ্ন লঞ্চ টার্মিনালে অজ্ঞাত মহিলার মরদেহ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত অই মহিলার মরদেহ পরিত্যাক্ত টার্মিনাল শৌচাগারে পরে থাকা অবস্থায় আশেপাশের ব্যাবসায়ীরা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেন এবং হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহের সূরতহাল প্রাথমিক ভাবে পুলিশকে দিয়ে মৃত্যুর কারণ উদ্ধার করতে ময়না তদন্তের জন্যে জেলা হাসপাতালে প্রেরণ করেন।

পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মরদেহের বয়স আনুমানিক ৫০-৫৫ বছর। মরদেহটি আজমিরীগঞ্জ বাস মহাল সংলগ্ন লঞ্চ টার্মিনালে একটি পরিত্যক্ত শৌচাগারে পরে ছিল। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক জনাব কাওসার এর নেতৃত্বে একটি টিম মরদেহটি উদ্ধার করেন এবং হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক তদন্তে জানা জায় মরদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। স্থানীয় সূত্রে ধারণা করা হচ্ছে যে, উদ্ধারকৃত মৃত মহিলা একজন মানসিক প্রতিবন্ধী।

আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক জনাব কাওসার জানান, "আমরা বিষয়টি অধিকতর গুরুত্ব সহকারে তদন্ত করছি। প্রাথমিক তদন্তে মরদেহে কোনো জখম পাওয়া যায় নি , মৃত মহিলার পরিচয় শনাক্ত করার জন্যে এবং মৃত্যুর কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মরদেহের পরনে হলুদ রঙের ছাপা শাড়ি ও জলপাই রঙের পেটিকোট ছিল এবং ডানহাতে একটি চুড়ি পরা ছিলো। তাছাড়া মরদেহের পাশে একটি কালো চশমা পাওয়া যায় বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat