×
  • প্রকাশিত : ২০২৫-০২-০৩
  • ১০ বার পঠিত
নাহিদ মিয়া, হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে পৃথক দুটি স্থানে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি ও বালি উত্তোলন করার দায়ে ফসল মিয়া ও মাতু মিয়া নামে দুই ব্যাক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
তারা উপজেলার আন্দিউড়া ইউনিয়নের সুলতান পুর গ্রামের আব্দুল হেকিমের ছেলে ফসল মিয়া এবং চৌমুহনী ইউনিয়নের মহব্বত পুর গ্রামের জলফু মিয়ার ছেলে মাতু মিয়া।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভুমি)নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ মুজিবুল ইসলামের নেতৃত্বে  উপজেলার সুলতানপুর ও মহব্বতপুর ড্যাম সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় দুই ব্যক্তিকে প্রতি জনে ৫০ হাজার করে  নগদ এক লক্ষ টাকা অর্খদন্ডে দন্ডিত করা করা হয়। এবং এসময় ড্রেজার মেশিন ও পাইপ অপসারণ করা হয়। অভিযান পরিচালনা কালে সহযোগিতা ছিল মাধবপুর থানার পুলিশের একটি চৌকস টিম।
মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম বলেন, অবৈধ ভাবে মাটি ও বালু উত্তোলন কারীর বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat