মোঃ দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টারঃ
"নতুন বাংলায় শপথ করি, মাদক মুক্ত দেশ গড়ি"এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেয়ার মিশন, দেবহাটা, সাতক্ষীরার আয়োজনে আজ ২১ই ডিসেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে সকালে সাতক্ষীরা দেবহাটা উপজেলার পুষ্পকাটি ভাটার মাঠ প্রাঙ্গনে মাদকের বিরুদ্ধে জনসচেতন করার লক্ষ্যে মাদক বিরোধী সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাদকের ভয়াবহতা উল্লেখ করে গার্জিয়ানদের বলেন বর্তমান সময়ের যুব সমাজ সহ শিশু ও বয়স্করা মাদকের সাথে ভয়াবহ ভাবে জড়িত এই অবস্থান থেকে ফিরে আসতে আপনার সন্তান কার সঙ্গে মিশতেছে কোথায় যাচ্ছে কি করতেছে সেদিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এছাড় চায়ের দোকানের ক্যারাম বোর্ড, তাস, অনলাইনে ভয়াবহ জোয়ার আসরের কথা উল্লেখ করে সবাইকে একযোগে নিজে নিজে স্থান থেকে এ ভয়াবহতা রুখতে সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, দেবহাটা, জনাব মুফতি মুহাদ্দিস ডাঃ রবিউল বাশার, কেন্দ্রীয় শুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জনাব মাহাবুবুল আলম, সহকারী সেক্রেটারি,বাংলাদেশ জামায়াতে ইসলামী, সাতক্ষীরা, জনাব শেখ সিরাজুল ইসলাম, আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল,দেবহাটা এবং বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ জাতীয় আরো খবর..