মাসুদ রানা, উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. ফরহাদ আলীকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। সে উপজেলার উধুনিয়া ইউনিয়নের দত্তখারুয়া গ্রামের মো. হাসান আলীর ছেলে।
২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে ছাত্রলীগ প্যানেলে কবি জসিম উদ্দিন হলে ভিপি নির্বাচিত হন ফরহাদ আলী।
বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.রাকিবুল হাসান।
এ সময় তিনি জানান রোববার (২ ফেব্রুয়ারী) রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মো. ফরহাদ আলীর নিজ গ্রামের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ সভাপতি ও কবি জসিম উদ্দিন হলের ভিপি এবং উপজেলার দত্তখারুয়া গ্রামের হাসান আলীর ছেলে।
তার বিরুদ্ধে থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে সোমবার (৩ ফেব্রুয়ারী) আদালতের প্রেরণ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..