কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া উপজেলা ভাটা কেন্দ্রিক রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ বলে অনেক অভিযোগ শুনা যাচ্চে। ভাটার নিকটবর্তী পাকা রাস্তার দৃশ্য দেখলে বোঝার উপায় নেইএটা পাকা রাস্তা নাকি কাঁচা রাস্তা। রাস্তার আশে পাশের বসবাস কারি লোকেরা চরম অশান্তিতে তারা বসবাস করছে। দিন রাত অবিরাম চলছে থ্রি হুইলার দিয়ে মাটি বহন করা কাজ। যার কারণে রাতে মানুষ ঘুমাতে পারে না। এছাড়া ধুলা বালির কারণে বিভিন্ন শ্বাস প্রশ্বাস জনিত রোগ দেখা দিচ্ছে সাধারণ লোকের মধ্যে। ধুলার কারণে রাস্তা দিয়ে চলাচলের সময় নাখ বন্ধ করে চলাচল করতে দেখা গেছে। কলারোয়া কলাগাছির মোড় হতে খোর্দ্দ অভিমুখি আলাই পুর ব্র্যাক মোড় এবং ব্র্যাক মোড় হতে হামিদপুর মাঠ পর্যন্ত রাস্তাটি পাকা রাস্তা না কাচা রাস্তা সেটা বোঝার উপায় নেই। সাধারনত সেখানকার লোকেরা মনে করেন রাস্তাটি ভাটার মালিকের নিজস্ব টাকা দিয়ে তৈরিকৃত রাস্তাা। কলাগাছির মোড় হতে বামনখালী বাজার পর্যন্ত রাস্তাটি ধুলাবালির কারণে ঐরাস্তা দিয়ে চলাচলের একই অবস্থা এই রাস্তা দিয়ে চলাচল করার সময় দম বন্ধ হয়ে যাওয়ার মত প্রায়। এ ছাড়া কলারোয়া উপজেলার ভাটা সংলগ্ন এলাকার একই অবস্থা যা মানুষের মুখে মুখে এই নিয়ে আলোচনা যে এই গুলো দেখার কেউ নেই।
এই বিষয় সরকারি চাকরিজীবি নাম প্রকাশের অনিশ্চুক তিনি বলেন কলারোয়ায় কোন প্রশাসন আছে বলে মনে হয় না থাকলে যে রাস্তাঘাটের এমন দশা হতো না। ইজিবাইক চাকলরা বলেন কোন রকম বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে চলাচলকরা তো দুরের কথা ঘটতে পারে প্রাণ হানি। এ বিষয় রানী ভাটার মালিক আবু মুছার কাছে জানতে চাইলে তিনি এই বিষয় কোন মন্তব্য করতে রাজি হয়নি। একই বিষয় ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক কোন মন্তব্য করতে চাইনি। এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার বলেন দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
এ জাতীয় আরো খবর..