- প্রকাশিত : ২০২৪-১২-২৫
- ১৮ বার পঠিত
মো দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর হাবিবপুর শিয়া মসজিদ সংলগ্ন রামচন্দ্রপুর এলাকার জনবসতিপূর্ণ এলাকা ও মিষ্টি পানির খাল থেকে ড্রেজার মেশিন দিয়ে ভূগর্ভস্থ থেকে অবৈধভাবে বালু উত্তোলন গ্রামবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বন্ধ করলো প্রশাসন। স্থানীয় ইউপি মেম্বার আব্দুস সামাদ জানান রামচন্দ্রপুর সরকারি খালের দুই পাশের স্থানীয়দের বসবাস। বালু উত্তোলন করলে খালের পাড় ভেঙ্গে বসতবাড়ি ও পরিবেশের ক্ষতির সম্ভাবনা থাকবে। এছাড়া ওই খালের পানি দিয়ে এলাকার কৃষি জমিতে বিভিন্ন ধরনের ফসল ফলানো হয়। পরিবেশগত কারনে এলাকাবাসী জনৈক তুহিন ঠিকাদারকে বার বার অনুরোধ করেও বিফল হলে প্রশাসনের হস্তক্ষেপ নিতে বাধ্য হন এলাকাবাসী। খালপাড়ের বসবাস কারী আকলিমা খাতুন ও নুরুন্নাহার বেগম বলেন, তারা দীর্ঘদিন ধরে খালের দুপারে বসবাস করছেন। জনবসতি এলাকার খাল থেকে বালু উত্তোলন করলে তাদের ঘরবাড়ি ধসে পড়বে। ওই এলাকার কলেজ শিক্ষক রোকনুজ্জামান বলেন, রামচন্দ্রপুর খালের দুপাশে অনেক মানুষের বসবাস ,এখান থেকে ড্রেজার মেশিন দ্বারা বালু উত্তোলন করলে খালের দুই পাড় ভেঙে পড়বে, এতে খালের পাড়ে বসবাসকৃত মানুষেরা ক্ষতিগ্রস্ত হবে। এ কারণে বালু উত্তোলনে বাধা দেওয়ায় এবং প্রশাসনের মাধ্যমে বালু উত্তোলন বন্ধ করায় ঠিকাদার জনৈক আব্দুর রহিম কে দিয়ে তাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ তুলে মামলা দিয়ে হয়রানি করার অপচেষ্টা চালাচ্ছেন। স্থানীয় নুরনগর ইউনিয়ন ভূমি কর্মকর্তা বলেন, তিনি এ্যাসিল্যান্ডের নির্দেশে বালু উত্তোলন বন্ধ করতে বাধ্য হযেছেন। সংশ্লিষ্ঠ ঠিকাদার তুহিন হোসেন বলেন, বালু উত্তোলন বন্ধ রয়েছে। শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত বলেন, অবৈধভাবে জনবসতি এলাকা থেকে পরিবেশ নষ্ট করে কাউকে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেয়া হবে না।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..