মোঃ সুজন মাহমুদ, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে একটি চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কোস্টগার্ড। এ অভিযানে ড্রেজার মালিকের প্রতিনিধি নুরুল আমিনকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার রাতে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করেন। নুরুল আমিন গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের হরিদেবপুর গ্রামের বাসিন্দা বাবুল গাজীর ছেলে।
প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় একটি চক্র অবৈধভাবে আগুনমুখা নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল। কোস্টগার্ডের রাঙ্গাবালী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম শামিম হোসেনের নেতৃত্বে এক অভিযান পরিচালিত হয়। এ সময় গলাচিপা উপজেলার গজালিয়া এলাকার গফুর হাওলাদারের মালিকানাধীন "মা-বাবার দোয়া" ড্রেজারটি ব্যবহার করে বালু উত্তোলন করার সময় তিনজনকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরে নুরুল আমিনকে দুই লক্ষ টাকা জরিমানা করেন। জানা গেছে, স্থানীয় চক্রটি গলাচিপা থেকে ড্রেজারটি এনে আগুনমুখা নদী থেকে বালু উত্তোলন করছিল, এবং এর বিনিময়ে কমিশন প্রদান করা হতো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান বলেন, “নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত ব্যক্তি ও ড্রেজার মালিককে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”