মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মোছাঃ ইয়াছমিন খাতুন। তিনি আজ (সোমবার-২২ ডিসেম্বর) সকালে যোগদান করেন।
নবাগত পুলিশ সুপারকে মানিকগঞ্জ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে হাউজগার্ড সালামি প্রদান করা হয়। এসম সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আব্দুল ওয়ারেস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুজন কুমার সরকার, পুলিশ সুপার (ডিএসবি) ইমতিয়াজ মাহবুব, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন, সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) এস এম আমান উল্লাহ, পুলিশ লাইন্সের আরআইসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নবাগত পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন এর আগে ঢাকা এন্টি টেররিজম ইউনিটে পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
মোঃ বশির আহমেদ সাড়ে তিনমাসের মাথায় পদোন্নতি পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হলে মানিকগঞ্জের পুলিশ সুপারের পদটি শূন্য হয়। মোছাঃ ইয়াছমিন খাতুন মোঃ বশির আহমেদের স্থলাভিষিক্ত হলেন।
এ জাতীয় আরো খবর..