মো দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। যাদের জন্ম ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে এবং বিগত হালনাগাদ কার্যক্রমে বাদ পড়েছেন, তাদের ৩১ ডিসেম্বর ২০২৪ এর মধ্যে উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে ভোটার হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, এই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব এবং ইমাম সমিতির সহযোগিতা কামনা করা হচ্ছে। সবার অংশগ্রহণ নিশ্চিত করে ভবিষ্যৎ নির্বাচনী প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর করা সম্ভব হবে।
শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ বলেন, ভোটার তালিকা হালনাগাদ একটি গুরুত্বপূর্ণ জাতীয় কার্যক্রম। এটি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করার পাশাপাশি একটি সমৃদ্ধ ও সঠিক ভোটার তালিকা প্রস্তুত করতে সহায়তা করবে। আমরা শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে এই কার্যক্রমের প্রচারে সর্বাত্মক সহযোগিতা করব এবং জনগণকে উৎসাহিত করব যাতে তারা সময়মতো ভোটার তালিকায় নাম নিবন্ধন করতে পারেন। তাই সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে ভোটার হিসেবে নিবন্ধন করতে আহ্বান জানানো হয়েছে।
এ জাতীয় আরো খবর..