আফনান চৌধুরী বাঁশখালী: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেঠানোর হুমকিদাতা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউপি চেয়ারম্যান সেই মুজিবুল হক চৌধুরী স্বীয় পদ থেকে বরখাস্ত।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখা, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ইং তারিখে বাঁশখালী উপজেলার চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত সংক্রান্তে এক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে দেখা যায়, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেঠানোর হুমকি প্রদান ও অসাধাচরণের অপরাধে এবং ইউনিয়ন পরিষদে জনস্বার্থ পরিপন্থী কার্যক্রমের অপরাধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(৪)(খ)(ঘ) ধারা অনুযায়ী অভিযুক্ত মুজিবুল হক চৌধুরীকে স্বীয় চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে মর্মে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২০২৩ সালের নভেম্বর মাসে হরতালবিরোধী মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকির অপরাধসহ জনস্বার্থ পরিপন্থী কার্যকর পরিচালনার অপরাধ স্বীয় পদ থেকে বরখাস্ত করা হয়েছে মর্মে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এই সংক্রান্তে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং এই সংক্রান্তে তাকে জবাব দিতে বলা হয়েছে।
এ জাতীয় আরো খবর..