ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে দুস্থদের মাঝে বিএনপির শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঠাকুরগাঁও প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে জেলার সর্বত্র দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান শুরু করেন। সাথে সাথে সাংবাদিকের নানা প্রশ্নের জবাব দেন।এক প্রশ্নের জবাবে তিনি বলেন,পার্লামেন্টারি গণতান্ত্রিক ব্যবস্থা চালুর দাবি করে দেশের রাজনৈতিক ব্যবস্থায় আমূল পরিবর্তনের আহ্বান জানান। তিনি বলেন, "দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হলে পার্লামেন্টারি গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা জরুরি।"এবং জনগণের ভোটাধিকারে ফিরিয়ে এনে গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, পূর্বের রাজনৈতিক পরিস্থিতি দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে। তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। সব দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া জরুরি হয়ে পড়েছে।
ঠাকুরগাঁওয়ে দুঃস্থ অসহায় মানুষেরা শীতে অনেক কষ্টে রয়েছে। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে দুঃস্থ মানুষদের সহায়তা দেওয়ার পাশাপাশি তিনি সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান। সেই সাথে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।”
ঠাকুরগাঁওয়ে অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতারা। মির্জা ফখরুল এ সময় আরও জানান, বিএনপি জনগণের পাশে থেকে সব সংকট মোকাবিলা করবে এবং একটি গণতান্ত্রিক ও উন্নত দেশ গড়ে তোলার জন্য কাজ করবে।
অনুষ্ঠানের শেষ দিকে তিনি জনগণকে আহ্বান জানান, গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করে দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।
এ জাতীয় আরো খবর..