স্টাফ রিপোর্টার: জনি হোসেন (নীলফামারী)
নীলফামারীতে আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার জেলা আনসার-ভিডিপি কার্যালয় মাঠে ৬০০ জন আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনসার ও আনসার ও ভিডিপির সদস্য-সদস্যাদের হাতে শীতবস্ত্র তুলে দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের পরিচালক আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস। এ সময় উপস্থিত ছিলেন,নীলফামারী জেলা কমান্ড্যান্ট মোঃ মাজহারুল ইসলাম ভূঁইয়া পিভিএম,নীলফামারী আনসার ও ভিডিপি,সার্কেল এ্যাডজুট্যান্ট জোসনা বেগম,জলঢাকা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌসুমী আক্তার,উপজেলা প্রশিক্ষক মোঃ রকিবুল ইসলাম, উপজেলা প্রশিক্ষিকা মুমতাহেনা মোস্তারি প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এর নির্দেশনায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়। তিনি আরও বলেন,বাংলাদেশ আনসার ও ভিডিপি দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সর্বদা প্রস্তুত ও কাজ করে যাচ্ছে।