ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি রিমালে ক্ষতিগ্রস্থ পরবিাররে মাঝে শক্তি ফাউন্ডশেন নামে একটি এনজিও খাদ্য সহায়তা প্রদান করেছে। শুক্রবার সকাল ১০টায়,ঝালকাঠি সদর শাখার কার্যালয় এ খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপবস্থিত ছলিনে শক্তি ফাউন্ডশেনরে এডমনিস্ট্রিশেন ডিপাটমেন্ট মো: আলী আমজাদ সরকার,প্রকিউরমন্টে নিয়াজ আহম্মদে, এইচ আর ডিপাটমেন্ট মো. মোস্তাফিজুর রহমান, ফাইন্যান্স সুপারভাইজার রাফসান জান,অডিট ডিপাটমেন্ট সোহলে রানা,শাখা ব্যবস্থাপক তাজ উউদ্দনি, একাউন্টেন্ট আশিকুল ইসলাম, সিনিয়ার মাইক্রোফাইন্যান্স অফিসার মো: সাব্বির আলম, সিনিয়ার মাইক্রোফাইন্যান্স অফিসার মো: ইলিয়াস হোসনে, মাইক্রোফাইন্যান্স অফিসার মোঃ ওসমান গনী, মাইক্রফাইন্যান্স কাকুুতি সরকার, মাইক্রোফাইন্যান্স সৈয়াদ আহম্দে প্রমুখ। শক্তি ফাউন্ডশেনরে র্কমর্কতারা জানান, ঝড় এবং বন্যায় ক্ষতিগ্রস্ত দেড় শতাধিক সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে,এই সহায়তা অন্যান্য জেলাও উপজেলায় গুলোতে চলমান আছে।
এ জাতীয় আরো খবর..