তিনি আরো বলেন মহারশি নদীর বেরীবাধ নির্মাণ, অবকাশ পর্যটন কেন্দ্র কাজ ও সংস্কার করা, অবৈধ ভাবে নদীর জায়গা দখলদারদের বিরুদ্ধে অভিযান, নদীর পানি নিস্কাশনের ব্যবস্থা, বন্যা পরবর্তীতে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা সহ সকল সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে কাজ করবেন । অবৈধ ভাবে বালু উত্তোলনে যে দলেরই হোক কাউকে ছাড় দেয়া হবে না । অবৈধ বালু উত্তোলনের ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চলমান আছে সবাই সতর্ক থাকেন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে ।
তিনি রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সহ সচেতন মহলকে কাজের সহযোগিতা করার আহব্বান রাখেন । তার বক্তব্যের আগে উপজেলার হল রুমে রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী দপ্তরের প্রধান, সূশীল সমাজ ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে শেরপুর জেলা প্রশাসকের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । উপজেলার সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন, ওসি আল আমিন, উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ফায়েজুর আকন্দ, বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দ, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, জামায়াতের আমির নূর ইসলাম, ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান, সিনিয়র সাংবাদিক এস,কে সাত্তার, গোলাম রব্বানী-টিটু, ছাত্র সমন্বয়ক শাহিন আলম প্রমুখও । উপজেলার উন্নয়নে সকলের বক্তব্য শুনে প্রধান অতিথি শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বাস্তবায়নের আশ্বাস প্রদান করে সরকারের উপরের মহলকে অবহিত করবেন বলে জানান ।