×
সদ্য প্রাপ্ত:
আদমদীঘিতে শীত মৌসমে ব্যাস্ত সময় পার করছেন লেপ-তোশক তৈরীর কারিগররা হোমনায় প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ সতবাড়িতে আগুন ৩ টি ঘর পুড়ে ছাই, পরিবারের আর্তনাদ! কলাপাড়ায় দুর্যোগের আগাম প্রস্তুতিমূলক কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত কালের আবর্তে আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে আত্রাইয়ে মাটির ঘর ব্রাহ্মণবাড়িয়ার ১৭৭ ইটভাটার মধ্যে ১১০ টি অনুমোদন নাই শাজাহানপুরে চাষ হচ্ছে বিদেশি জাতের ফুল লিলিয়াম! বরগুনার অজ্ঞাত স্থান থেকে আ.লীগের নেতাকর্মীদের শপথ, ভিডিও ভাইরাল রাঙ্গাবালীতে কারিতাস ব্রীজ প্রকল্পের পরিচিতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত বিদ্যালয়ের ঝাড়ুদার প্রধান শিক্ষকের রোষানলে পড়ে চাকরি হারিয়ে দ্বারে দ্বারে ঘুরছে
  • প্রকাশিত : ২০২৪-১২-১৮
  • ৬ বার পঠিত
আবুল হাসনাত রিন্টু, ফেনী:
ফেনীতে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. আবদুস সাত্তারসহ সাত বিএনপি নেতাকর্মীকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

ফেনীতে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. আবদুস সাত্তারসহ সাত বিএনপি নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী। রোববার রাতে আটকের পর গতকাল তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

এ ঘটনায় কুমিল্লা সেনানিবাসের অধীন ফেনী আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আশিকুর রহমান সাকিব তাদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়, গত রোববার রাতে ফেনী সেনা ক্যাম্পের সামনে দিয়ে অস্বাভাবিকভাবে হর্ন বাজাতে বাজাতে শতাধিক মোটরসাইকেল নিয়ে মিছিল করে একদল ব্যক্তি। পরে আর্মি ক্যাম্প কমান্ডার তাদের থামিয়ে হর্ন বাজানোর কারণে জানতে চাইলে তারা দায়িত্বরত দুই সেনা সদস্যকে ধাক্কা দিয়ে চলে যান। এ ঘটনায় আটক সাতজনসহ আরো অন্তত ৩০০ জন জড়িত বলে জিডিতে উল্লেখ করা হয়।

সেনাবাহিনীর হাতে আটক সাতজন হলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আবদুস সাত্তার, ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন পাটোয়ারী, স্থানীয় বিএনপি নেতা ফরিদুল ইসলাম, মো. আবুল কাশেম বাচ্চু, জাকের হোসেন, নজরুল ইসলাম ও মো. সাইফুল্লাহ।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মর্ম সিংহ ত্রিপুরা এ সাতজনের আটক ও জিডির ঘটনা নিশ্চিত করেন। পুলিশ কর্মকর্তা আরো জানান, আটককৃতদের থেকে পুলিশ সুপার মহোদয় মুচলেকা নিয়ে সবাইকে ছেড়ে দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat