আবুল হাসনাত রিন্টু, ফেনী:
ফেনীতে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. আবদুস সাত্তারসহ সাত বিএনপি নেতাকর্মীকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ফেনীতে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. আবদুস সাত্তারসহ সাত বিএনপি নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী। রোববার রাতে আটকের পর গতকাল তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় কুমিল্লা সেনানিবাসের অধীন ফেনী আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আশিকুর রহমান সাকিব তাদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়, গত রোববার রাতে ফেনী সেনা ক্যাম্পের সামনে দিয়ে অস্বাভাবিকভাবে হর্ন বাজাতে বাজাতে শতাধিক মোটরসাইকেল নিয়ে মিছিল করে একদল ব্যক্তি। পরে আর্মি ক্যাম্প কমান্ডার তাদের থামিয়ে হর্ন বাজানোর কারণে জানতে চাইলে তারা দায়িত্বরত দুই সেনা সদস্যকে ধাক্কা দিয়ে চলে যান। এ ঘটনায় আটক সাতজনসহ আরো অন্তত ৩০০ জন জড়িত বলে জিডিতে উল্লেখ করা হয়।
সেনাবাহিনীর হাতে আটক সাতজন হলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আবদুস সাত্তার, ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন পাটোয়ারী, স্থানীয় বিএনপি নেতা ফরিদুল ইসলাম, মো. আবুল কাশেম বাচ্চু, জাকের হোসেন, নজরুল ইসলাম ও মো. সাইফুল্লাহ।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মর্ম সিংহ ত্রিপুরা এ সাতজনের আটক ও জিডির ঘটনা নিশ্চিত করেন। পুলিশ কর্মকর্তা আরো জানান, আটককৃতদের থেকে পুলিশ সুপার মহোদয় মুচলেকা নিয়ে সবাইকে ছেড়ে দিয়েছেন।
এ জাতীয় আরো খবর..