লামা প্রতিনিধিঃ
বান্দরবানের লামার গজালিয়ার ইউনিয়নে আকিরাম পাড়া (৩ নং ওয়ার্ড) লামার শেকিনাহ হাই স্কুল এন্ড কলেজ মহান বিজয় পালিত হয়েছে।সোমবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী স্কুল প্রাঙ্গণে স্কুলের আয়েজনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিশ্বনাথ দে এর সভাপতিত্বে এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সোনালী কন্ঠে বান্দরবান (দ.) জেলা প্রতিনিধি ও লামা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ নাজমুল হুদা।
বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ডাঃ আবুল হাসেম, স্থানীয় বাসিন্দা হানিচরণ ত্রিপুরা, রাজ বাহাদুর ত্রিপুরা,সহকারি শিক্ষক অংহ্লানু মার্মা,জজ ত্রিপুরা,এলিজন ত্রিপুরা,ময়নুল ইসলাম,সত্যবিশম ত্রিপুরা প্রমুখ।
স্কুলে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সম্মাননা করা হয়।
প্রসংগত, পাহাড়ে আলোকিত মানুষ গড়ার অভিপ্রায়ে "শেকিনাহ হাই স্কুল" নামে ২০১৯ সালে প্রতিষ্ঠা লাভ করেছিল।
এ জাতীয় আরো খবর..