×
সদ্য প্রাপ্ত:
চকরিয়ায় যুবদলের দ্বি বার্ষিকী কাউন্সিল সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত রাঙ্গাবালীতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবি চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের ১ আরোহী নিহত" মহিপুরে চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার দীর্ঘ ১৬ বছর পর দেশে আসলেন ব্রাহ্মণবাড়িয়া বিএনপি নেতা ইব্রাহিম ফরিদপুর বিসিসি ও পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত বরিশাল রেঞ্জ ডিআইজির বরগুনা পুলিশের বিশেষ কল্যাণ সভায় যোগদান ভান্ডারিয়াকে বাল্য বিবাহ মুক্ত উপজেলা ঘোষনা রাণীশংকৈলে পুষ্টি বিষয়ক সচেতনামূলক ক্যাম্পেইনিং পুষ্টি মেলার সমাপনী ও পুরস্কার বিতরন গাইবান্ধায় পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার, সৎ মা আটক
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৬
  • ৬৯ বার পঠিত
মোঃ সম্রাট আলী দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
জাতীয় দৈনিক গণকণ্ঠ পত্রিকার দৌলতপুর উপজেলা প্রতিনিধি ও আল্লারদর্গা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সম্রাট আলী  ওরফে অন্তর আহম্মেদ সম্রাটকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় শুক্রবার রাতে ৪ জনকে অভিযুক্ত করে দৌলতপুর থানায় তাদের বিরুদ্ধে  থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ঐ সাংবাদিক। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান মিনা জিডির বিষয়টি নিশ্চিত করেন।

জিডি সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে গতকাল বিকেলে সাংবাদিক সম্রাটের দোকানে গিয়ে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালাগালি, প্রাণনাশের হুমকি ও তার ব্যবসায়ীক দোকান পুরিয়ে ফেলার হুমকি দেন। এই  ঘটনায় সাংবাদিক সম্রাট বাদী হয়ে দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়রী (জিডি) করেন। 

সাংবাদিক সম্রাট জানান, অভিযুক্তদের সাথে অনেক দিন যাবত শত্রুতা চলে আসছিল। তারই প্রেক্ষিতে ১৪ জুন, শুক্রবার বিকেলে তারা হঠাৎ আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে অকথ্য ভাষায় গালাগালি, আমাকে দুনিয়ে থেকে সরিয়ে ফেলার হুমকি ও দোকানে আগুন দিয়ে পুরিয়ে ফেলার হুমকি দেয় অভিযুক্তরা। আমি এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এই ঘটনার সঠিক বিচারের দাবি জানায় এবং তাদের আইনের আওতায় এনে কঠোর বিচারের দাবি জানায়।

এ ঘটনায় কুষ্টিয়া জেলায় ও দৌলতপুরের  কর্মরত সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে হুমকিদাতার শাস্তির দাবি করেছেন।

এই ঘটনায় শনিবার সকালে আল্লারদর্গা প্রেসক্লাবে এক জরুরি সভার আয়োজন করা হয়। এই সভায় আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার মোঃ জালাল উদ্দীন ও সাধারণ সম্পাদক সাইদুল আনাম সহ সকল সদস্য এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অনতিবিলম্বে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat