শহীদুল আলম, রাজৈর প্রতিনিধি
মাদারীপুর জেলার রাজৈরের মজুমদারকান্দী থেকে সোমবার বিকেল আনুমানিক চারটার সময় গাজা সেবন অবস্থায় রাজৈর থানার এস আই শেখ নুরুল ইসলাম কামরুল সেখ (২৬) নামের এক যুবককে আটক করে।
পুলিশ সুত্রে জানা যায়, মজুমদারকান্দী নিবাসী মৃতু ইউনুস সেখের ছেলে কামরুল সেখ (২৬) রাজৈর কোটালীপাড়া সড়কের পাশে বসে গাজা সেবন করছিল। সে এলাকার চিহ্নিত একজন নেশা খোর এবং সব ধরনের অপকর্মও সে করে বলে যানা যায়। খবর পেয়ে রাজৈর থানার এস আই নুরুল ইসলামের একটি মোবাইল টিম তাকে গ্রেপ্তার করে, তার দেহ তল্লাশি করে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে নিয়ে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক মাদক দ্রব্য আইন ২০১৮এর ৩৬/৫ক ধারায় ১৫ দিনের সাজা প্রদান করেন।
এ জাতীয় আরো খবর..