সজীব হাসান, (আদমদিঘী) প্রতিনিধি :
বগুড়ার আদমদিঘি সান্তাহারে রেল জংশন এর রেল লাইনের ধারে স্বাধীনতা মঞ্চের পাশে অস্থায়ীভাবে গড়ে উঠেছে গ্রাউন্ডপট্টি।শীতের প্রকোপ বাড়তে থাকায় চাহিদা বেড়েছে গরম কাপড়ের। বিত্তশালীরা অভিজাত বিপণি বিতান থেকে কেনাকাটা করলেও নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষেরা ছুটছে শান্তাহার শহরের ১নং রেলগেট এলাকায় রেললাইনের ওপর অস্থায়ীভাবে গড়ে ওঠা পুরাতন কাপড়ের মার্কেটে। রেললাইনের ওপর অস্থায়ীভাবে গড়ে ওঠায় মার্কেটটি সবার কাছ গ্রাউন পট্টি নামে পরিচিত। প্রতিদিন সকাল থেকে রাত ৯ টা ১০টা পর্যন্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই রেললাইন থেকে পুরাতন কাপড় কিনে থাকেন। এই পুরাতন কাপড়ের মার্কেটে প্রতিদিন প্রায় ২ থেকে ৩লাখ টাকার কাপড় বিক্রি হয় বলে জানান ব্যবসায়ীরা। মার্কেটে ক্রেতাদের বেশ ভিড়। এই অস্থায়ী মার্কেটে প্রায় ২০০টি দোকান বসেছে।ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত পুরো এলাকা। যেখানে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্তরাও এসেছে স্বল্প দামে গরম কাপড় কিনতে। রেললাইনের ওপর গড়ে ওঠা এসব দোকানে কোরিয়া, চায়না, তাইওয়ান, জাপানসহ উন্নত দেশের পুরানো কাপড়ের বেল্ট, এর জ্যাকেট সোয়েটার মাফলার, টুপি, ফুলহাতা, হাফহাতা গেঞ্জি, কম্বল, ভেলভেট, ব্লেজার, জিন্স প্যান্ট সহ উন্নত মানের কাপড় দোকানিরা বিক্রয় করে থাকেন। নভেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত ফুল দমে বেচাকেনা হয় এই গ্রাউন পট্টিতে। সৈত প্রবাহ আসলে আরো ভিড় জমে বসে এই পট্টিতে। বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, নাটোর সহ বিভিন্ন জেলার নিম্ন আয়ের লোকজন থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন শীতের গরম কাপড় ক্রয় করে থাকেন। এখানে ৫০থেকে ৫০০ টাকার মধ্যে উন্নত মানের বিদেশি জ্যাকেট এক ব্যবসাযী স্বপন মহন্ত বলেন ৬০০থেকে শুরু করে ৫০০০ টাকার মধ্যে ভেলভেট, কম্বল, ব্লেজার, মিলবে। এখানে প্রায় ৫০০ থেকে ৭০০ লোকের কর্মসংস্থান হয়েছে।
এ জাতীয় আরো খবর..