এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে বিদ্যুতের তারে পিষ্ট হয়ে জুনায়েদ নামে দশ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত জুনায়েদ (১০) উপজেলার সাহেবাবাদ গ্রামের রুহুল আমিনের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার (১৫ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণপাড়া সদরে জুনায়েদ তার চাচার ভাড়া বাসার বেড়াতে আসে জুনায়েদ। সন্ধ্যায় সে বাসার ৩য় তলার ছাদে খেলা করছিল। এক পর্যায়ে ছাদের পাশে অরক্ষিত বিদ্যুতের তারে জড়িয়ে ছটফট করতেছিল জুনায়েদ। তখন পার্শ্ববর্তী লোকজন গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে দেখে সে বেঁচে নেই।
জুনায়েদের চাচা মুমিনুল ইসলাম বলেন, জুনায়েদ আমার ভাতিজা হয়। সে আমার ভাড়া বাসায় বেড়াতে আসে। ঘটনার দিন সন্ধ্যায় তিনতলা ছাদের মধ্যে খেলতে গেলে বিদ্যুতের তারে পিষ্ট হয়ে ঘটনাস্থলে সে মারা যায়।