শফিউল করিম সবুজ, চকরিয়া
চকরিয়া কাকারা ইউনিয়নের উত্তর কাকারা হযরত আবু বক্কর ছিদ্দিক(রা:) হেফজখানায় বার্ষিক সভায় ইসলামিক সংগীত,কেরাত প্রতিযোগিতা ও দস্তারবন্দী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) উত্তর কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় চকরিয়া আবাসিক মহিলা কলেজের প্রভাষক জয়নাল আবেদীনের ও সরওয়ার কামালের পরিচালানা উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব এনামুল হক।
এদিন সভার শেষ পর্যায়ে আবু বক্কর সিদ্দিক(রা:) হেফজখানার তিনজন ছাত্র হাফেজে উত্তীর্ণ হওয়ায় তাদেরকে পাগড়ি পরিধান শেষে সার্টিফিকেট প্রধান করেন হেফজখানার প্রধান শিক্ষক হাফেজ সাইফুল্লাহ্ও আমন্ত্রিত প্রধান বক্তা কাকারা তাজুল উলুম দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক আলহাজ্ব মাওলানা হাফেজ বশির আহম্মদ। এছাড়া কেরাত,ইসলামিক সংগীতসহ নানা প্রতিযোগিতায় উত্তীর্ণ ছাত্রদের হাতে ক্লেশ প্রধান করা হয়।
অনুষ্ঠিত বার্ষিক সভায় সভাপতিত্ব করেন আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত(অধ্যক্ষ)হযরত মাওলানা আ.ক.ম ছাদেক হোসাইন সাহেব,মাইজকাকারা বায়তুল জান্নাত জামে মসজিদের খতিব মাওলানা আবু বক্কর ছিদ্দিক, কাকারা হযরত শাহ ওমর(রা:) ইবতেদায়ী মাদ্রাসার সুপার মাওলানা শফিউল আলম,
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাশখালী পুইছড়ির কামিল মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলান আলাউদ্দীন ইমামী,চকরিয়া পৌরসভা ১নং ওয়ার্ড বাজার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা জামাল হোসাইন এমদাদী, কাকারা বটতলী জামে মসজিদের খতিব হজরত মাওলানা হাফেজ নুরখান উদ্দিন,
এসময় আরো উপস্থিত ছিলেন কাকারা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জয়নাল আবেদীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাকারা ইউনিয়ন শাখার সহ-সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন,দরগাহ্ রাস্তার মাথা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মিজানুর রহমান ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মোনাফ প্রমুখ।