মোঃ মাহতাব হাওলাদার, কলাপাড়া প্রতিনিধি:
পটুয়াখালীর মহিপুরে মহান বিজয় দিবস উপলক্ষে পতাকা উত্তোলনে পতাকা বিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। ছেঁড়া, ময়লাযুক্ত পতাকা ও ছোট আকারের পতাকা এক হাত লম্বা কাঠের লাঠি বা ঘরের চালের সঙ্গে বেঁধে উত্তোলন করার বিষয়টি প্রবীণদের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে।
মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাজাহান পারভেজ জানান, বিষয়টি তাদের নজরে আসার পর তারা স্থানীয় বাজার পরিদর্শন করেন। যারা পতাকা বিধি লঙ্ঘন করেছেন তাদের সঙ্গে কথা বলে সঠিকভাবে পতাকা উত্তোলনের পরামর্শ দেন। অনেক ব্যবসায়ী তাৎক্ষণিকভাবে বাঁশের সাহায্যে যথাযথভাবে পতাকা উত্তোলন করেন। কয়েকজন ব্যবসায়ী সঠিক নিয়ম মেনে পতাকা উত্তোলনের প্রতিশ্রুতি দেন।
পতাকা উত্তোলনের এই ধরনের অনিয়ম জাতীয় পতাকার মর্যাদার প্রতি অবহেলার প্রতিফলন বলে অভিমত প্রকাশ করেছেন স্থানীয় প্রবীণরা। তাদের মতে, বিজয় দিবসের মতো ঐতিহাসিক দিনে জাতীয় পতাকার সঠিক সম্মান রক্ষায় সবার সচেতন হওয়া উচিত।
এডভোকেট শাজাহান পারভেজ আরো জানান, মহিপুর থানা বিএনপি ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে। তার মতে, সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করার মাধ্যমে দেশের প্রতি শ্রদ্ধা ও মর্যাদা প্রদর্শন করা যায়, যা দেশপ্রেমের পরিপূরক।